ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মঙ্গলে মাকড়সার ঝাঁক!

প্রকাশিত: ০৫:৫৪, ১৮ জুলাই ২০১৮

মঙ্গলে মাকড়সার ঝাঁক!

মঙ্গল গ্রহে এবার দেখা মিলল মাকড়সার ঝাঁকের! নাসার ছবি এলো প্রকাশ্যে। গত ১৩ মে তোলা এই ছবি এবার সামনে নিয়ে এসেছে নাসা। ছবিতে মঙ্গলের দক্ষিণ মেরুতে এই মাকড়সার ঝাঁককে দেখে চমক লাগবে। তবে আসলে কিন্তু ওই ছবিতে যাদের দেখা যাচ্ছে তারা আদৌ মাকড়সা নয়। নাসার ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে ওই ছবি। সেখানেই রহস্য ফাঁস করে জানানো হয়েছে ওই মাকড়সা আসলে কার্বন-ডাই অক্সাইডের আইস ক্যাপ। শীতকালে ওই অঞ্চলে মাকড়সা-চিহ্ন তৈরি হয়েছিল। শীত চলে গিয়ে বসন্তকাল এলে সূর্যের আলোয় ধীরে ধীরে দাগগুলো ফুটে উঠতে থাকে মঙ্গলের মাটিতে। সেই ছবিই ধরা পড়েছে নাসার ক্যামেরায়। দেখে মনে হচ্ছে বুঝি মাকড়সার ঝাঁক চলেছে সার বেঁধে। প্রসঙ্গত, মঙ্গলের মাটিতে প্রথম থেকেই অনেক রহস্য ঘনাতে দেখেছেন বিজ্ঞানীরা। দূরবীণ ৬ আবিষ্কার হওয়ার পরে মঙ্গলের মাটিতে খাল দেখতে পেয়েছিলেন জ্যোতির্বিজ্ঞানীরা। ওই খাল বুদ্ধিমান প্রাণিদেরই কাটা বলে মনে করা হয়েছিল। পরে অবশ্য দেখা যায়, ওই খাল প্রাকৃতিক। সময় বদলেছে। অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে রহস্য আর বেশি দিন রহস্য থাকছে না। মঙ্গলের মাকড়সা-রহস্যও দ্রুতই সমাধান করে ফেললেন বিজ্ঞানীরা।-ওয়েবসাইট।
×