ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জিয়া চ্যারিটেবল দুর্নীতি মামলায় খালেদাকে ২৪ জুলাই পর্যন্ত জামিন

প্রকাশিত: ০৫:৫৫, ১৮ জুলাই ২০১৮

জিয়া চ্যারিটেবল দুর্নীতি মামলায় খালেদাকে ২৪ জুলাই পর্যন্ত জামিন

স্টাফ রিপোর্টার ॥ জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় নিম্ন আদালতের সাজার বিরুদ্ধে খালেদা জিয়ার আপীলের চতুর্থ দিনের মতো শুনানি শেষ হয়েছে। পরবর্তী শুনানির জন্য আজ বুধবার দিন ধার্য করেছে হাইকোর্ট। অন্যদিকে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় কারাবন্দী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে ২৪ জুলাই পর্যন্ত জামিন দিয়েছে আদালত। এদিকে দেশের চিকিৎসকদের নৈতিকতার নাম নিয়ে প্রশ্ন তুলেছে হাইকোর্ট। চুয়াডাঙ্গা শহরের ইম্প্যাক্ট মাসুদুল হক মেমোরিয়াল কমিউনিটি হেলথ সেন্টারে চক্ষু শিবিরে চিকিৎসা নিতে এসে ২০ জনের চোখ হারানোর ঘটনায় রুলের শুনানিতে আদালত এমই মন্তব্য করেছে। মামলার পরবর্তী দিন নির্ধারণ করা হয়েছে আজ বুধবার। মঙ্গলবার হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ ও বিচারিক আদালত এ আদেশ প্রদান করেছে। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় নিম্ন আদালতের সাজার বিরুদ্ধে খালেদা জিয়ার আপীলের শুনানি অব্যাহত রয়েছে। আজ আবার শুনানি শুরু হবে। মঙ্গলবার বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মোঃ মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতে খালেদার পক্ষে শুনানি করেন আইনজীবী আব্দুর রেজ্জাক খান। দুদকের পক্ষে এ্যাডভোকেট খুরশিদ আলম খান, রাষ্ট্রপক্ষে ডেপুটি এ্যাটর্নি জেনারেল ফরহাদ আহমেদ ও সহকারী এ্যাটর্নি জেনারেল ইউসুফ মাহমুদ মোরশেদ উপস্থিত ছিলেন।
×