ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

এই ইসির অধীনে সুষ্ঠু নির্বাচন আশা করা যায় না ॥ ড. মোশাররফ

প্রকাশিত: ০৬:৪৩, ১৮ জুলাই ২০১৮

এই ইসির অধীনে সুষ্ঠু নির্বাচন আশা করা যায় না ॥ ড. মোশাররফ

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ ব্যাংকের ভল্টে রাখা সোনার চাকতি এখন মিশ্র ধাতুতে পরিণত হলো কি করে সরকারের প্রতি এমন প্রশ্ন রেখেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘বাংলাদেশ ইয়ুথ ফোরাম’ নামক একটি সংগঠন আয়োজিত ‘বর্তমান নির্বাচন কমিশনের ভূমিকা এবং সরকারের নীল নক্সা’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ড. মোশাররফ অভিযোগ করেন বর্তমান নির্বাচন কমিশন সরকারের আজ্ঞাবাহী হয়ে কাজ এবং সরকারী দলের প্রার্থীদের ভোট কারচুপিতে সহযোগিতা করেছে। এই নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু ও স্বাভাবিক নির্বাচন হবে তা কেউ বিশ্বাস করে না। তাই এদের দিয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু আশা করা যায় না। মোশাররফ বলেন, সুষ্ঠু নির্বাচন আদায় করাই বিএনপির সামনে বড় চ্যালেঞ্জ। আগামীতে জনগণ যাতে তাদের ভোটাধিকার আদায় করতে পারে, এমন নির্বাচন আমাদের আদায় করে নিতে হবে। তবে দেশ স্বৈরাচারমুক্ত না হলে এটা কোনভাবেই সম্ভব হবে না। কোন স্বৈরাচার ইচ্ছা করে ক্ষমতা ছাড়তে চায় না। তাই জাতীয় ঐক্য সৃষ্টির মাধ্যমে এ সরকারের পতন ঘটিয়ে জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে হবে। ড. মোশাররফ বলেন, বাংলাদেশ ব্যাংকের ভল্টে রাখা সোনার চাকতি এখন ভুতুড়েভাবে মিশ্র ধাতুতে পরিণত হয়েছে। পত্রিকায় দেখলাম বাংলাদেশ ব্যাংকের ভল্টে ৯৬৩ কেজি স্বর্ণ রাখা ছিল কিন্তু তা ২২ ক্যারেটের স্বর্ণের জায়গায় ১৮ ক্যারেটের স্বর্ণে পরিণত হয়েছে। জমা রাখা হয়েছিল সোনার চাকতি, তা হয়ে গেছে মিশ্র ধাতু। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের এক অনুসন্ধান প্রতিবেদনে এ ভয়ঙ্কর অনিয়মের তথ্য উঠে এসেছে। ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, এ সরকারের কারণে মানুষের যেমন নিরাপত্তা নেই, তেমনি ব্যাংকেরও নিরাপত্তা নেই। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির পর ভল্ট থেকে সোনা চুরি স্বৈরাচারী সরকারেরই আলামত।
×