ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সড়ক পরিবহন সমিতি

মশিউর রহমান রাঙ্গা সভাপতি, খন্দকার এনায়েত উল্লাহ সাধারণ সম্পাদক

প্রকাশিত: ০৬:৪৩, ১৮ জুলাই ২০১৮

মশিউর রহমান রাঙ্গা সভাপতি, খন্দকার এনায়েত উল্লাহ সাধারণ সম্পাদক

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির দ্বিবার্ষিক সম্মেলনে মশিউর রহমান রাঙ্গা সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন খন্দকার এনায়েত উল্লাহ। টানা তৃতীয়বারের মতো তারা উভয়ের নির্বাচিত হলেন। মঙ্গলবার রাজধানীর কাজী বশির মিলনায়তনে (মহানগর নাট্যমঞ্চ) সমিতির দ্বি-বার্ষিক সাধারণ সভা ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে সারাদেশের প্রায় ৬ শতাধিক কাউন্সিলর উপস্থিত ছিলেন। তারাই নতুন নেতৃত্ব নির্বাচন করেন। গঠনতন্ত্র অনুযায়ী সম্মেলনে ১৭ সদস্যবিশিষ্ট বিষয়ভিত্তিক কমিটির মাধ্যমে সমিতির ১২১ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা বলেন, বর্তমান সরকার নানা ধরনের উন্নয়ন করে যাচ্ছে। এর উন্নয়নের বাইরে নয় পরিবহন সেক্টরও। এসময় মালিক শ্রমিকদের উন্নয়নে নেয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন। অনুষ্ঠানে খন্দকার এনায়েত উল্লাহসহ আরও বক্তব্য রাখেন, মোঃ রুস্তম আলী, মোঃ আলী আকবর, কফিল উদ্দিন আহমেদ, আবুল কালাম, মোঃ গোলাম নবী, আব্দুল বাতেন বাবুসহ প্রমুখ। সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, ২০১৮-১৯ ও ২০১৯-২০২০ সাল পর্যন্ত কাউন্সিলের আয়োজন করা হয়।
×