ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

অবৈধ সম্পদ মামলায় উপজেলা চেয়ারম্যান সাবিরা কারাগারে

প্রকাশিত: ০৬:৪৪, ১৮ জুলাই ২০১৮

অবৈধ সম্পদ মামলায় উপজেলা চেয়ারম্যান সাবিরা কারাগারে

কোর্ট রিপোর্টার ॥ অবৈধ সম্পদ অর্জনের মামলায় যশোর জেলার ঝিকরগাছা উপজেলা চেয়ারম্যান সাবিরা সুলতানাকে ঢাকার ৭ নম্বর বিশেষ জজ আদালত কারাগারে পাঠিয়েছেন । ছয় বছরের কারাদ-প্রাপ্ত এ আসামি মঙ্গলবার আত্মসমর্পণ করে আপীলের শর্তে জামিনের প্রার্থনা করেন। শুনানি শেষে বিচারক মোঃ শহিদুল ইসলাম জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন । এর আগে গত ১২ জুলাই একই বিচারক অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের এই মামলায় এ আসামির ৬ বছরের কারাদ- এবং ১০ হাজার টাকা অর্থদ-ের রায় প্রদান করেন। একই সঙ্গে অর্থদ- অনাদায়ে আরও ৬ মাসের কারাদ- এবং জ্ঞাত আয় বহির্ভূতভাবে অর্জিত ১ কোটি ৭৮ হাজার ১৩৫ দশমিক ৮৪ টাকা সরকারের অনুকূলে বাজেয়াপ্তের নির্দেশও দেন আদালত। দুর্নীতি দমন আইন ২০০৪ সালের ২৬ (২) ধারায় তিন বছর ও ২৭ (১) ধারায় তিন বছরের ওই কারাদ- প্রদান করা হয়।
×