ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সবচেয়ে বেশি পারিশ্রমিক পান বক্সার ফ্লয়েড

প্রকাশিত: ১৭:৫৮, ১৮ জুলাই ২০১৮

সবচেয়ে বেশি পারিশ্রমিক পান বক্সার ফ্লয়েড

অনলাইন ডেস্ক ॥ সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া তারকাদের তালিকায় শীর্ষ স্থান অর্জন করেছেন আমেরিকার বক্সার ফ্লয়েড মেওয়েদার। সম্প্রতি বিশ্বখ্যাত ফোর্বস ম্যাগাজিন বিশ্বের বিভিন্ন তারকাদের নিয়ে এ তালিকা প্রকাশ করে। ২০১৭ সালের জুন মাস থেকে চলতি বছরের জুন মাস পর্যন্ত হিসেব করে শীর্ষ ধনীদের এ তালিকা প্রকাশ করা হয়। এতে নানা বিষয় বিবেচনায় আনা হয়। ফোর্বসের তালিকায় দ্বিতীয় শীর্ষ স্থানে অবস্থান করে নিয়েছেন হলিউড অভিনেতা ও পরিচালক জর্জ ক্লুনি। ১০০জনের তালিকায় ওই তালিকায় ২০ বছর বয়সী রিয়েলিটি তারকা কাইলি জেনারের নাম উঠে এসেছে তিন নম্বরে। নির্ধারিত ওই সময়ের মধ্যে মেওয়েদারের উপার্জন ছিল ২৮৫ মিলিয়ন মার্কিন ডলার; যেখানে ক্লুনি আয় করেছেন ২৩৯ মিলিয়ন মার্কিন ডলার। ৩৫ বছরের ক্যারিয়ারে ক্লুনির জন্য এটিই সবচেয়ে ভালো সময় বলে ফোর্বস মন্তব্য করেছে। বলিউডের আরেক অভিনেতা ও পরিচালক ডয়ানি জনসন আগের বছরের তুলনায় গত বছরের হিসেবে দ্বিগুণ অর্থ উপার্জন করেছেন। ১২৪ মিলিয়ন মার্কিন ডলারের উপার্জন নিয়ে এবার তিনি ফোর্বসের তালিকায় পঞ্চম শীর্ষ ধনী হিসেবে নাম লিখিয়েছেন। ১০০ মিলিয়ন মার্কিন ডলারের বেশি উপার্জন নিয়ে ফুটবল তারকা লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো খেলোয়াড়রা ফোর্বসের তালিকায় ১০০ জনের মধ্যে স্থান করে নিয়েছেন।
×