ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঝিনাইদহে র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে ডাকাত সদস্য নিহত

প্রকাশিত: ১৮:৪৬, ১৮ জুলাই ২০১৮

ঝিনাইদহে র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে  ডাকাত সদস্য নিহত

নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ ॥ ঝিনাইদহের হরিণাকুন্ডুতে র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে আমিরুল ইসলাম ওরফে পচা (৪৮) নামে আন্ত:জেলা এক ডাকাত সদস্য নিহত হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে হরিণাকুন্ডু উপজেলার ভাতুড়িয়া গ্রামে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এ ঘটনায় র‌্যাবের ৩ সদস্য আহত হয়েছে। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে ১ টি দোনালা বন্দুক, ১ রাউন্ড গুলি, ২টি হাসুয়া। নিহত আমিররুল ইসলাম ওরফে পচা ভায়না গ্রামের রহিম বক্সের ছেলে। তার নামে বিভিন্ন থানায় হত্যা, ডাকাতিসহ ১৩ টি মামলা রয়েছে। ঝিনাইদহ র‌্যাবের অধিনায়ক এএসপি গোলাম মোর্শেদ জানান, গতকাল রাতে সাড়ে ১২টার দিকে হরিণাকুন্ডু উপজেলার ভাতুড়িয়া গ্রামের রাস্তায় চেকপোষ্ট বসানো হয়। সেসময় একদল ডাকাত তাদেরকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি চালায়। তখন ডাকাত দলের অন্যান্য সদস্যরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে আমিরুল ইসলাম ওরফে পচা নামের আন্ত:জেলা এক ডাকাত সদস্যকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাকে আহত অবস্থায় হরিণাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় র‌্যাবের ৩ সদস্যকে হাসপাতালে প্রাথমিক চিৎিসা দেওয়া হয়েছে। ঘটনাস্থল থেকে ১ টি দোনালা বন্দুক, ১ রাউন্ড গুলি, ২টি হাসুয়া উদ্ধার করা হয়েছে। নিহত আমিরুল ইসলাম ওরফে পচার নামে ঝিনাইদহ, হরিণাকুন্ডুসহ বিভিন্ন থানায় হত্যা, ডাকাতিসহ ১৩ টি মামলা রয়েছে বলে তিনি জানান।
×