ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নিজের বেতন-ভাতা ৬০ ভাগ কর্তনের ঘোষণা মেক্সিকো প্রেসিডেন্টের

প্রকাশিত: ১৮:৪৭, ১৮ জুলাই ২০১৮

নিজের বেতন-ভাতা ৬০ ভাগ কর্তনের ঘোষণা মেক্সিকো প্রেসিডেন্টের

অনলাইন ডেস্ক ॥ মেক্সিকোর নবনির্বাচিত প্রেসিডেন্ট অ্যান্দ্রেস মানুয়েল লোপেজ ওবরাদোর আগামী ডিসেম্বরে ক্ষমতাগ্রহণ করবেন। তিনি আগের প্রেসিডেন্টের তুলনায় বেতন-ভাতা ৬০ শতাংশ কম গ্রহণ করবেন বলে ঘোষণা দিয়েছেন। সম্প্রতি মেক্সিকো সিটিতে তার নির্বাচনী ক্যাম্পের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের সামনে এ ঘোষণা দেন লোপেজ ওবরাদোর। তিনি বলেন, আমরা চাই বাজেটের সবকিছু সাধারণ মানুষের কাছে পৌঁছে যাক। মেক্সিকোর বর্তমান প্রেসিডেন্ট এনরিকে পেনা নিয়েতা প্রতি মাসে বেতন বাবদ দুই লাখ ৭০ হাজার পেসো পান। লোপেজ ওবরাদোর প্রতি মাসে বেতন বাবদ এক লাখ আট হাজার পেসো নেবেন। তিনি আরও জানিয়েছেন, তার ক্ষমতার ছয় বছরে কোনও সরকারী কর্মকর্তা প্রেসিডেন্টের চেয়ে বেশি বেতন-ভাতা পাবেন না।
×