ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ডা. বামবামকে খুঁজছে ব্রাজিল

প্রকাশিত: ১৮:৫৬, ১৮ জুলাই ২০১৮

ডা. বামবামকে খুঁজছে ব্রাজিল

অনলাইন ডেস্ক ॥ ব্রাজিলের জনপ্রিয় প্লাসিক সার্জারি চিকিৎসক ডেনিস ফারটাডো ওরফে ডা. বামবামকে কোথাও পাওয়া যাচ্ছে না। তাকে হন্য হয়ে খুঁজছে পুলিশ। ডা. বামবাম ব্রাজিলে বেশ জনপ্রিয়। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে তার প্রায় সাড়ে ৬ লাখ অনুসারী রয়েছে। গত শনিবার তার এক ভুল চিকিৎসায় এক নারীর মৃত্যুর পর তিনি পালিয়েছেন। ব্রাজিল পুলিশ জানায়, লিলিয়ান ক্যালিক্সটো নামের ওই নারী কুইয়াবা থেকে রিও ডি জেনিরোতে আসেন তার নিতম্ব স্ফিত করাতে। ডা. বামবাম নিজ বাসায় ওই নারীর চিকিৎসা করেন। তবে তার ভুল ইনজেকশনের পর লিলিয়ান অসুস্থ হয়ে পড়েন। ডা. বামবাম তাকে একটি হাসপাতালে নিয়ে যান। তবে সেখানে লিলিয়ানের অবস্থার অবনতি ঘটে ও কয়েক ঘণ্টা পর মারা যান। এরপর পর থেকেই ফেরার হয়েছেন ডা. বামবাম। তার বিরুদ্ধে এক বিচারক গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। ৪৫ বছর বয়সি ডা. বামবাম ব্রাজিলে প্রায়ই টিভি অনুষ্ঠানে অংশ নিতেন। নিহত লিলিয়ানের বয়স ছিল ৪৬ বছর। তিনি দুই সন্তানের মা এবং পেশায় ব্যাংক কর্মকর্তা। তথ্য : বিবিসি
×