ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ভারতে নির্মাণাধীন ভবনধসে নিহত ২

প্রকাশিত: ১৯:০৮, ১৮ জুলাই ২০১৮

ভারতে নির্মাণাধীন ভবনধসে নিহত ২

অনলাইন ডেস্ক ॥ ভারতের রাজধানী নয়াদিল্লির উপকণ্ঠের একটি আবাসিক এলাকায় নির্মাণাধীন এক ভবনধসে অন্তত দুই ব্যক্তি নিহত হয়েছে। অনেকের আটকে পড়ার আশঙ্কা করা হচ্ছে। দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে আজ বুধবার বার্তা সংস্থা এএফপির খবরে এ তথ্য জানানো হয়। নয়াদিল্লির পূর্ব দিকে গ্রেটার নইদায় স্যাটেলাইট শহরটি অবস্থিত। কর্মকর্তারা বলছেন, নির্মাণাধীন ভবন ধসে পড়ার খবর পেয়ে ঘটনাস্থলে জরুরি উদ্ধারকর্মীরা ছুটে যান। তাঁরা রাতভর উদ্ধার তৎপরতা চালান। লোহার স্তম্ভ ও নির্মাণসামগ্রী সরানোর পর আজ সকালে তাঁরা দুই ব্যক্তির লাশ উদ্ধার করেন। ফায়ার সার্ভিসের আঞ্চলিক প্রধান অরুণ কুমার সিং বলেন, ধসের সময় নির্মাণাধীন ভবনের ভেতরে কতজন ব্যক্তি ছিল, সে বিষয়ে তাঁদের কাছে সুনির্দিষ্ট তথ্য নেই। প্রাণহানি বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন এই কর্মকর্তা। অরুণ কুমার সিং বলেন, ধসে পড়া ভবনের ভেতরে অনেকে আটকে পড়েছে বলে তাঁদের ধারণা। তবে সংখ্যাটা তাঁরা জানেন না। জরুরি বিভাগের প্রায় ১০০ কর্মী উদ্ধারকাজে অংশ নিয়েছেন। উদ্ধার ও অনুসন্ধানের কাজে তাঁরা ভারী যন্ত্রপাতি ব্যবহার করছেন।
×