ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গাজীপুরে স্থগিত ৮টি কেন্দ্রের পুনঃ ভোট গ্রহণ বৃহষ্পতিবার

প্রকাশিত: ২৩:৪২, ১৮ জুলাই ২০১৮

গাজীপুরে স্থগিত ৮টি কেন্দ্রের পুনঃ ভোট গ্রহণ বৃহষ্পতিবার

মোস্তাফিজুর রহমান টিটু, গাজীপুর ও নুরুল ইসলাম, টঙ্গী ॥ গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের স্থগিত ৮টি ভোট কেন্দ্রে আজ বৃহষ্পতিবার পুনঃ ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। ওই ৮টি কেন্দ্রে মোট ভোটাটরের সংখ্যা ২০,৭৫৮জন। ভোটগ্রহণ উপলক্ষে ইতোমধ্যে সকল প্রস্তুতি নেয়া হয়েছে। ব্যলট পেপারসহ নির্বাচন সামগ্রী সংশ্লিষ্ট কেন্দ্র সমূহে পাঠানো হয়েছে। গাজীপুর জেলা নির্বাচন কর্মকর্তা মো. তারিফুজ্জামান জানান, গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট গ্রহণ গত ২৬ জুন অনুষ্ঠিত হয়। এ সিটি কর্পোরেশনের মোট ৫৭টি সাধারণ ওয়ার্ডের (৯টি সংরক্ষিত ওয়ার্ড) ৪২৫টি ভোট কেন্দ্রে এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গ্রহণকালে বিভিন্ন অনিয়মের কারণে ৭টি সাধারণ ওয়ার্ডের ৯টি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করেন ওইসব ভোট কেন্দ্র সমূহের সংশ্লিষ্ট প্রিজাইডিং অফিসারগণ। নির্বাচন কমিশন সূত্র জানায়, পরবর্তীতে স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) বিধিমালা ২০১০ এর বিধি ৩৭ এর উপ বিধি (৩) অনুসারে বন্ধ ঘোষিত ৯টি কেন্দ্রের মধ্যে ৮টি কেন্দ্রের পুনঃ ভোটগ্রহণ ১৯ জুলাই অনুষ্ঠিত হওয়ার কথা ঘোষণা দেওয়া হয়। নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম সচিব (চলতি দায়িত্ব) ফরহাদ আহাম্মদ খান স্বাক্ষরিত (১জুলাই) এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। স্থগিত হওয়া ওই ৮টি কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা ২০,৭৫৮। স্থগিত এসব কেন্দ্রের ভোটার সংখ্যা এগিয়ে থাকা প্রার্থীর ভোট এবং নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থীর ভোটের পার্থক্যের চেয়ে বেশি হওয়ায় পাঁচটি সাধারণ ওয়ার্ডের (ওয়ার্ড নম্বর- ৩৭, ৪২, ৪৮, ৫১ ও ৫৩) ৭টি কেন্দ্রের প্রতিটিতে কেন্দ্রে সাধারণ আসনের কাউন্সিলর পদে পুনরায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। একই কারণে একইদিন ৯ নম্বর সংরক্ষিত আসনের ওয়ার্ডের (কেন্দ্র নং- ১৬৬) কাউন্সিলর পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এরমধ্যে সাধারণ আসনের কাউন্সিলর পদে ৩৭নং ওয়ার্ডে কুনিয়া হাজী আঃ লতিফ সরকারী প্রাথমিক বিদ্যালয়- ১ ও ২ (কেন্দ্র নং- ২৪৩ ও ২৪৪), ৪২নং ওয়ার্ডে বিন্দান সরকারী প্রাথমিক বিদ্যালয়- পূবাইল (কেন্দ্র নং-২৭৪), ৪৮নং ওয়ার্ডে জাহান পাবলিক দত্তপাড়া, টঙ্গী (পুরুষ কেন্দ্র) (কেন্দ্র নং-৩৪২), ৫১নং ওয়ার্ডে খরতৈল মনসুর আলী আদর্শ বিদ্যালয় ১ ও ২ (পুরুষ কেন্দ্র) (কেন্দ্র নং-৩৭২ ও ৩৭৩) এবং ৫৩ নং ওয়ার্ডে হাজী পিয়ার আলী সরকারী প্রাথমিক বিদ্যালয় (পুরুষ কেন্দ্র) (কেন্দ্র নং-৩৮১) কেন্দ্রে পুনঃ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। একইদিন সংরক্ষিত আসনের ৯ নম্বর ওয়ার্ডের (সাধারণ আসনের ওয়ার্ড নম্বর ২৬) মদিনাতুল উলুম সিনিয়র মাদ্রাসা-১ মহিলা কেন্দ্র (কেন্দ্র নং-১৬৬) সংরক্ষিত আসনের কাউন্সিলর পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে ২৪৩ নং কেন্দ্রে ভোটার ৩৩০২(পু), ২৪৪নং কেন্দ্রে ৩৩২৭(পু), ২৭৪ নং কেন্দ্রে ১৮০৩(পু), ৩৪২নং কেন্দ্রে ২০০৩(পু), ৩৭২নং কেন্দ্রে ২৬১৬ (পু), ৩৭৩নং কেন্দ্রে ২৭৫১(পু), ৩৮১ নং কেন্দ্রে ২৪০৩(পু) এবং ১৬৬নং কেন্দ্রে ২৫৫২(ম) জন ভোটার রয়েছেন। নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা এবং ঢাকা বিভাগীয় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা রকিব উদ্দিন মন্ডল জানান, উল্লেখিত কেন্দ্র সমূহ ছাড়াও গত ২৬ জুন ১৫ নং সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর পদে ভোগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র-১ (মূল ভবন) (কেন্দ্র নং-৯৮) স্থগিত করা হয়। কিন্তু এ কেন্দ্রের ভোটার সংখ্যার চেয়ে এগিয়ে থাকা প্রার্থীর ভোট এবং নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থীর ভোটের পার্থক্য আরো বেশি হওয়ায় এ কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠাণের প্রয়োজন পড়ে নাই। তাই ওই পদে ওই কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে না। তিনি আরো জানান, স্থগিত হওয়া ওয়ার্ডগুলোর মধ্যে সাধারণ আসনের কাউন্সিলর পদে ৩৭ নং ওয়ার্ডে সাইফুল ইসলাম দুলাল, ৪২ নং ওয়ার্ডে মো. আব্দুস সালাম, ৫১নং ওয়ার্ডে মোহাম্মদ আমজাদ হোসেন, ৫৩নং ওয়ার্ডে মো. সোলেমান হায়দার এবং সংরক্ষিত আসনের ৯নং ওয়ার্ডের কাউন্সিলর পদে খন্দকার নুরুন্নাহার অন্য প্রার্থীদের চেয়ে এগিয়ে রয়েছেন। গাজীপুর জেলা নির্বাচন কর্মকর্তা মো. তারিফুজ্জামান জানান, নির্বাচন কমিশনের পুনঃঘোষিত তারিখ অনুযায়ী গত ২৬ জুন দেশের বৃহত্তম গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে মেয়র পদে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মোঃ জাহাঙ্গীর আলম নির্বাচিত হন। স্থগিত হওয়া ৭টি সাধারণ ওয়ার্ড ও ১টি সংরক্ষিত আসনের ওয়ার্ড বাদে অবশিষ্ট ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলরদেরসহ মেয়রের নাম ঠিকানা উল্লেখ করে ইতোমধ্যে গেজেট প্রকাশিত হয়েছে। নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথগ্রহণ অনুষ্ঠাণ আয়োজন কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এবার গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৭টি সাধারণ ও ১৯টি সংরক্ষিত ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ছিল ১১ লাখ ৩৭ হাজার ৭৩৬ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৫লাখ ৬৯ হাজার ৯৩৫ জন এবং নারী ভোটার ৫লাখ ৬৭হাজার ৮০১ জন। নির্বাচনে স্থগিত কেন্দ্রসমূহ বাদে অন্য কেন্দ্রগুলোতে শতকরা ৫৮.৪৫ ভাগ ভোট পড়ে।
×