ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ফুটবলে ক্রমাগত হেডে স্বাস্থ্যঝুঁকি

প্রকাশিত: ০৬:০২, ১৯ জুলাই ২০১৮

ফুটবলে ক্রমাগত হেডে স্বাস্থ্যঝুঁকি

হেড দেয়া ফুটবল খেলার অপরিহার্য একটি অংশ। তবে ক্রমাগত ফুটবলে হেড দিতে থাকলে কি তা দীর্ঘমেয়াদে স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে? ৩ শ’ জন সাবেক পেশাদার ফুটবলারকে নিয়ে করা একটি গবেষণায় এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছেন বিশেষজ্ঞরা। শারীরিক ও বুদ্ধিবৃত্তিক ক্ষমতা যাচাই করার উদ্দেশে কয়েকটি পরীক্ষা নেয়া হয় ৫০ থেকে ৭০ বছর বয়সী ওই খেলোয়াড়দের। খেলোয়ারড়দের পেশাদার খেলোয়াড়ী জীবনের ইতিহাস ও তাদের দৈনন্দিন জীবন-যাপন সংক্রান্ত তথ্যও গবেষণায় আমলে নেয়া হবে। এর মাধ্যমে ডিফেন্স বা রক্ষণভাগে খেলা খেলোয়াদের- যাদের অন্যান্য পজিশনে খেলোয়াড়দের চেয়ে অপেক্ষাকৃত বেশি হেড করতে হয়- সঙ্গে অন্যান্য পজিশনে খেলা ফুটবলারদের তুলনা করার চেষ্টা করা হবে। লন্ডন স্কুল অব হাইজিন এ্যান্ড ট্রপিকাল মেডিসিন, কুইন ম্যারি ইউনিভার্সিটি অব লন্ডন আর ইনস্টিটিউট অব অকুপেশনাল মেডিসিন এই গবেষণা পরিচালনা করবে। এই গবেষণার ফলাফল ১৯৪৬ সালে করা ‘বার্থ কোহর্ট’ নামের একটি গবেষণার ফলাফলের সঙ্গে তুলনা করা হবে। লন্ডন স্কুল অব হাইজিন এ্যান্ড ট্রপিক্যাল মেডিসিনের শীর্ষ গবেষক নেইল পিয়ার্স বলেন, ‘আমরা জানি বক্সিং করতে গিয়ে হওয়া মাথার চোটের কারণে স্নায়ু রোগের সম্ভাবনা বেড়ে যায়। কিন্তু ফুটবলে ক্রমাগত হেড করতে থাকলে মস্তিষ্কে কোন সমস্যা হয় কি না তা আমরা জানি না।’ পেশাদার ফুটবল খেলার কারণে দীর্ঘমেয়াদে বুদ্ধিবৃত্তিক জটিলতা তৈরি হওয়ার সম্ভাবনা থাকে কি না, সে বিষয়ে এই গবেষণা আলোকপাত করতে পারবে।-বিবিসি অবলম্বনে।
×