ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নতুন স্কাইপ আপডেট আনছে মাইক্রোসফট

প্রকাশিত: ০৬:২৩, ১৯ জুলাই ২০১৮

নতুন স্কাইপ আপডেট আনছে মাইক্রোসফট

ডেস্কটপের জন্য নতুন স্কাইপ আপডেট আনতে যাচ্ছে মাইক্রোসফট। স্কাইপের ৮.০ সংস্করণটি আগের ‘স্কাইপ ক্লাসিক ৭.০’ সংস্করণের পরিবর্তে সেপ্টেম্বরের ১ তারিখ হতে সক্রিয় হবে বলে জানিয়েছে মার্কিন প্রযুক্তি জায়ান্ট প্রতিষ্ঠানটি। ভারতীয় সংবাদমাধ্যম আইএএনএসের প্রতিবেদনে বলা হয়, নতুন সংস্করণে বিনামূল্যের এইচডি ভিডিও এবং গ্রুপ কল ফিচার যোগ করা হবে যাতে একসঙ্গে ২৪ জন আলাপ চালাতে পারবেন। এক ব্লগ পোস্টে প্রতিষ্ঠানটি জানায়, আমাদের গ্রাহক সমাজের প্রতিক্রিয়া থেকে আমরা স্কাইপ সংস্করণ ৮.০ বানিয়েছি, দারুণ সব নতুন ফিচার যোগ করা হলেও স্কাইপ সংস্করণ ৭.০ এর ইন্টারফেইসের মতোই যাতে এটি সহজে ব্যবহার করা যায় তা নিশ্চিত করা হয়েছে। স্কাইপের নতুন এই সংস্করণে গ্রুপ চ্যাটিংয়ে কাউকে নির্দিষ্ট করে বার্তা দেয়ার ব্যবস্থা রেখেছে মাইক্রোসফট। এর মাধ্যমে গ্রাহকের আইডি দিয়ে তাকে নির্দিষ্ট করা হবে। ‘@আইডি’ এমনভাবে তার উদ্দেশ্যে বার্তা দেয়া যাবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। -অর্থনৈতিক রিপোর্টার
×