ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বাংলাদেশ দলের ব্যাটিং পরামর্শক ম্যাকেঞ্জি

প্রকাশিত: ০৬:৩৯, ১৯ জুলাই ২০১৮

বাংলাদেশ দলের ব্যাটিং পরামর্শক ম্যাকেঞ্জি

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ দলের ব্যাটিং পরামর্শকও মিলে গেছে। দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটসম্যান নিল ম্যাকেঞ্জি হতে যাচ্ছেন বাংলাদেশ দলের ব্যাটিং পরামর্শক। বাংলাদেশ দল এখন আছে ওয়েস্ট ইন্ডিজে। রবিবার থেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে। এ সিরিজের আগেই দলের সঙ্গে যোগ দেবেন ম্যাকেঞ্জি। বুধবার বিসিবি কার্যালয়ে সাংবাদিকদের এমনটিই জানান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজামউদ্দিন চৌধুরী সুজন। তিনি বলেন, ‘আশা করছি ওয়েস্ট ইন্ডিজে আমাদের জাতীয় দলের সঙ্গে একজন ব্যাটিং কনসালটেন্ট যোগ দেবেন। সবকিছু চূড়ান্ত হয়ে আছে। সবকিছু ঠিক থাকলে আমরা আশা করছি তিনি ২২ (জুলাই) তারিখের মধ্যে যোগ দেবেন।’ অবশ্য এখনও নাম চূড়ান্ত করে বলেননি সিইও। তবে সবারই তা জানা হয়ে গেছে। তিনি ম্যাকেঞ্জিই হতে যাচ্ছেন। ম্যাকেঞ্জির সঙ্গে ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্তই চুক্তি হচ্ছে। সিইও জানান, ‘আমরা এখন যে চুক্তিগুলো করছি সেটা ২০১৯ বিশ্বকাপকে বিবেচনায় রেখেই করছি। একটা চুক্তির খুঁটিনাটি বিষয় থাকে। পুরো বিষয়টি চূড়ান্ত হলে বিস্তারিত জানিয়ে দেব।’ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কোচই নিয়োগ দিতে পারছিল না। শেষ পর্যন্ত কোচ নিয়োগ পরামর্শক হিসেবে গ্যারি কার্স্টেন বিসিবির সঙ্গে যোগ দিলেন। তিনি বাংলাদেশেও আসলেন। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন, বোর্ড কর্মকর্তা, ক্রিকেটার, ঘরোয়া কোচদের সঙ্গে আলোচনা করলেন। এরপর ২০১১ সালের বিশ্বকাপে ভারতকে চ্যাম্পিয়ন করানো দক্ষিণ আফ্রিকার সাবেক এ ব্যাটসম্যান চলে গেলেন নিজ দেশ দক্ষিণ আফ্রিকায়। এরপরই একের পর এক দলের কোচ মিলতে শুরু করে দিয়েছে। প্রধান কোচ হিসেবে ইংল্যান্ডের স্টিভ রোডস যোগ দেন। দক্ষিণ আফ্রিকান কোচ রায়ান কুক ফিল্ডিং কোচ হিসেবে দলের সঙ্গে যোগ দেন। এবার ব্যাটিং পরামর্শক হিসেবে দলের সঙ্গে যোগ দিতে যাচ্ছেন দক্ষিণ আফ্রিকান ম্যাকেঞ্জি। টেস্ট সিরিজে বাংলাদেশ দলের হতাশাজনক নৈপুণ্য দেখা গেছে। ভরাডুবি হয়েছে। মিলেছে লজ্জা। দুটি টেস্ট খেলে একটি টেস্টও তিনদিন পুরো খেলতে পারেনি বাংলাদেশ দল। বিশেষ করে ব্যাটসম্যানদের ব্যর্থতাতেই এমন হয়েছে। এমন সময় সামনে যখন ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে, সুসংবাদই মিলেছে। এখন দেখা যাক, ম্যাকেঞ্জি যোগ দিলে ভাগ্যের বদল হয় কিনা। গত বছরের জুলাইয়ে থিলান সামারাবীরার সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হলে নতুন করে চুক্তি করেনি বিসিবি। এক বছর ধরে ব্যাটিং কোচ ছাড়া দেশ-বিদেশে খেলছে বাংলাদেশ। দীর্ঘ অপেক্ষার পর সামারাবীরার জায়গায় নতুন কাউকে পেতে যাচ্ছেন তামিম, সাকিব, মুশফিক, মাহমুদুল্লাহরা। ২০০০ থেকে ২০০৯ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকার হয়ে খেলেছেন ম্যাকেঞ্জি। ৫৮ টেস্ট খেলে ৩৭.৩৯ গড়ে ৫টি সেঞ্চুরিসহ ৩২৫৩ রান করেছেন। ৬৪ ওয়ানডে খেলে ৩৭.৫১ গড়ে ২টি সেঞ্চুরিসহ করেছেন ১৬৮৮ রান। ম্যাকেঞ্জি দলে যোগ দিলে এখন ব্যাটসম্যানদের ব্যর্থতা দূর হলেই হয়।
×