ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সাফ অনুর্ধ-১৫ নারী চ্যাম্পিয়নশিপ

ভুটান যাচ্ছে বাংলাদেশ দল

প্রকাশিত: ০৬:৪১, ১৯ জুলাই ২০১৮

ভুটান যাচ্ছে বাংলাদেশ দল

স্পোর্টস রিপোর্টার ॥ শিরোপা ধরে রাখার মিশনে সাফ অনুর্ধ-১৫ নারী চ্যাম্পিয়নশিপে অংশ নিতে ৬ আগস্ট ভুটান যাবে বাংলাদেশের মেয়েরা। প্রথমবারের শিরোপা জয়ের আত্মবিশ্বাস কাজে লাগিয়ে এ আসরেও ইতিবাচক কিছু করার প্রত্যয় ফুটবলারদের কণ্ঠে। আর কোচের মতে শক্তিশালী দলগুলো থাকায় টুর্নামেন্টে ভাল কিছু করতে হলে ফুটবলারদের খেলতে হবে নিজেদের সেরাটা। দেশের ফুটবলে আশা-ভরসা এখন নারী ফুটবলারদের ঘিরেই। পুরুষরা যখন হতাশ করেছে তখন বারবার শিরোপা এনে দিয়েছে এই কিশোরীরাই। গত বছর সাফ অনুর্ধ-১৫ নারী চ্যাম্পিয়নশিপে ভারতকে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা ঘরে তোলে মারিয়া-তহুরারা। বছর ঘুরে আবারও শুরু হতে যাচ্ছে সাফের বয়সভিত্তিক টুর্নামেন্টটি। এছাড়াও বেশ কয়েকটি বড় টুর্নামেন্ট মেয়েদের সামনে। তবে গুরুত্বের সবটুকু এখন সাফ অনুর্ধ-১৫ নারী চ্যাম্পিয়নশিপকে ঘিরে। তাই অনুশীলনে ব্যস্ত গোলাম রব্বানী ছোটনের শিষ্যারা। গতবার ঘরের মাঠে টুর্নামেন্ট হলেও এবার চ্যালেঞ্জটা দেশের বাইরে। তবে প্রথমবারের আত্মবিশ্বাস কাজে লাগিয়ে আবারও শিরোপা ঘরে তুলতে প্রত্যয়ী কিশোরীরা। আফগানিস্তান ছাড়া দক্ষিণ এশিয়ার সবগুলো দেশই অংশ নিচ্ছে সাফ অনুর্ধ-১৫ নারী চ্যাম্পিয়নশিপে। যেখানে রয়েছে ভারত, পাকিস্তান স্বাগতিক ভুটানের মতো শক্ত প্রতিপক্ষ। তাই কোচের মতেÑ ভাল কিছু করতে হলে ফুটবলারদের খেলতে হবে নিজেদের সেরা ফুটবল।
×