ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আরচারি ওয়ার্ল্ড কাপ স্টেজ-৪

তৃতীয় রাউন্ডে রুমান সানা

প্রকাশিত: ০৬:৪২, ১৯ জুলাই ২০১৮

তৃতীয় রাউন্ডে রুমান সানা

স্পোর্টস রিপোর্টার ॥ গত ১৬ জুলাই থেকে জার্মানির বার্লিনে আরচারি ওয়ার্ল্ড কাপ স্টেজ-৪ শুরু হয়েছে। এতে রিকার্ভ ডিভিশনে বাংলাদেশের আরচার রুমান সানা এককে প্রথম রাউন্ডে ৬-৪ সেট পয়েন্টে চাইনিজ তাইপের লুয়ো উই মিনকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে এবং ৬-২ সেট পয়েন্টে রাশিয়ার আলেকজান্ডার কোজহিমকে হারিয়ে তৃতীয় রাউন্ডে উন্নীত হয়েছেন। আজ সকালে তৃতীয় রাউন্ডে রুমান সানা দক্ষিণ কোরিয়ার কিম ও’ জিনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন। প্রথম রাউন্ডে রিকার্ভ ডিভিশনে বাংলাদেশের অন্য আরচারদের মধ্যে ইমদাদুল হক মিলন ফ্রান্সের পিয়েরে প্লিহোনর কাছে ৬-২ সেট পয়েন্টে এবং ইব্রাহিম শেখ রেজোয়ান জাপানের ফুরুকাওয়া তাকাহারুর কাছে ৬-০ সেট পয়েন্টে হেরে যান। রিকার্ভ মহিলা এককে প্রথম রাউন্ডে বাংলাদেশের নাসরিন আক্তার ভারতের অঙ্কিতা ভাকাতর কাছে ৬-২ সেট পয়েন্টে হেরে যান। রিকার্ভ ডিভিশনে ১৩৭ পুরুষ ও ৯০ মহিলা আরচার অংশগ্রহণ করছেন। কম্পাউন্ড ডিভিশনে পুরুষ এককে বাংলাদেশের অসীম কুমার দাস র‌্যাঙ্কিং রাউন্ডে ৭২০ স্কোরের মধ্যে ৬৯৬ স্কোর অর্জন করে র‌্যাঙ্কিংয়ে ২৯তম, আবুল কাশেম মামুন ৬৯১ স্কোর করে ৪১তম স্থান অর্জন করেন। কম্পাউন্ড ডিভিশনে প্রথম রাউন্ডে অসীম কুমার দাস ইতালির ভ্যালেরিও দেল্লা স্টুয়ার সঙ্গে এবং আবুল কাশেম মামুন কাজাখস্তানের এট্রিয়ম গানকিনর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন। কম্পাউন্ড মহিলা এককে র‌্যাঙ্কিং রাউন্ডে বাংলাদেশের বন্যা আক্তার ৬৫৫ স্কোর করে ৫৩তম স্থান অর্জন করেন। প্রথম রাউন্ডে বাংলাদেশের বন্যা আক্তার সুইডেনের ইনগ্রিড অলোফসোনর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন। কম্পাউন্ড ডিভিশনে ৯৩ পুরুষ ও ৬১ মহিলা আরচার অংশগ্রহণ করেন।
×