ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এখন ভাবনা জুড়ে শুধুই চলচ্চিত্র ॥ সিয়াম

প্রকাশিত: ০৬:৫৯, ১৯ জুলাই ২০১৮

এখন ভাবনা জুড়ে শুধুই চলচ্চিত্র ॥ সিয়াম

আনন্দকণ্ঠ : প্রথম ছবি দিয়েই বাজিমাত। কেমন লাগছে? সিয়াম : অনেক ভাল লাগছে। বিভিন্ন জায়গা থেকে বেশ প্রশংসা পাচ্ছি। যেহেতু প্রথম ছবি ভুল ত্রুটি থাকতে পারে। সেগুলো চিহ্নিত করে সামনে আরও ভাল কাজ উপহার দিতে চাই। দর্শক অপ্রত্যাশিত ভালবাসা দেখিয়েছেন। ঈদের একটি ছবি পঞ্চম সপ্তাহ এসেও সগৌরবে চলছে। হাউস ফুল যাচ্ছে বেশ কিছু সিনেমা হলে। এটা একজন নবীন নায়কের জন্য অনেক বড় অর্জন। তাই আমার মনে হয় এই দর্শক সাড়ায় দায়িত্ববোধ অনেক বাড়িয়ে দিয়েছে। আমাদের ভুল থেকে শিক্ষা নিতে হবে এবং এর চেয়ে ভাল কিছু উপহার দিতে হবে। আনন্দকণ্ঠ : সিনেমায় নিয়মিত হবার পরিকল্পনা আছে? সিয়াম : অবশ্যই! এখন সিনেমা ছাড়া অন্য কিছু ভাবছি না। আসন্ন ঈদে ছোটপর্দার কোন কাজে দেখা যাবে না। এখন শুধু ভাবনা জুড়েই চলচ্চিত্র। ভাল কিছু কাজ করে যেতে চাই। কাজের মাধ্যমে বেঁচে থাকতে চাই দর্শকের হৃদয়ে। আনন্দকণ্ঠ : পঞ্চম সপ্তাহে ছবিটির হল সংখ্যা বেড়েছে। এবং সগৌরবে চলছে। এই দর্শক সাড়ায় অনুভূতি? সিয়াম : অনুভূতি অনেক ভাল। দর্শক সাড়ায় দায়িত্ববোধ অনেক বাড়িয়ে দিয়েছে। এটা দর্শকদের চাহিদার কারণেই হয়েছে। বরাবরই একটি কথা বলে আসছি যে আমার দর্শক এবং সাংবাদিক ভাইদের সাহায্য না পেতাম তাহলে এত দূর আসতে পারতাম না। সাংবাদিক ভাইরা নিঃস্বার্থভাবে অনেক প্রচারণা করেছেন। একজন নতুন হিসেবে চ্যালেঞ্জ অনেক বেশি ছিল। ঈদের বড় বড় ছবির মাঝেও আমাদের আসা। আমার মনে হয় সাংবাদিক ভাইদের কারণেই দর্শকদের কাছে যেতে পেরেছি। ছবির গল্প ভাল ছিল আমরা জানি। তবে অনেক ভাল ছবি প্রচারণার অভাবে হারিয়ে যায়। ঐ জায়গা থেকে দর্শকদের কাছে নিয়ে যাওয়া অনেক বড় চ্যালেঞ্জ ছিল। ছবিটি যারা একবার হলে দেখতে আসবে তাদের মোটামুটি এটা ভাল লাগবে নিশ্চিত ছিলাম। চেষ্টা করেছি দর্শকদের ভাল কিছু দিতে। দর্শকরা সাদরে গ্রহণ করেছেন এটাই বড় কথা। আনন্দকণ্ঠ : দর্শক সারিতে বসে ছবি দেখার অভিজ্ঞতা? সিয়াম : দারুণ! বেশ কয়েকটি জায়গায় গিয়েছি। ঢাকার বাইরে সিনেমা হলে বসে ছবি দেখার অভিজ্ঞতা দারুণ ছিল। গানের সময় শিস দেওয়া। চিৎকার চেঁচামেচি করা এটাই ছবি দেখার আসল মজা। এটা বেশ কয়েকটি জায়গায় পেয়েছি। এবং কয়েকটি জায়গায় লুকিয়ে লুকিয়ে ছবি দেখেছি যাতে সত্যিকারের রেসপন্সটা পাই। ছবির নায়ক নায়িকা গেলে পজিটিব রেসপন্স দিবে এটা স্বাভাবিক ব্যাপার। তবে আমরা লুকিয়ে লুকিয়ে সত্যিকারের রেসপন্সটা দেখতে চেয়েছি এবং পেয়েছি। আনন্দকণ্ঠ : এই ছবিতে আপনি একজন সালমান শাহ ভক্ত। সালমান শাহ ভক্তদের কাছ থেকে কেমন সাড়া পেয়েছেন? সিয়াম : ১০০% ভাল সাড়া পেয়েছি। খুব ভাল ভাবেই তারা গ্রহণ করেছেন। প্রথম দিকে একজন অভিযোগ করে ছিলেন সালমান শাহর সাথে তুলনা করা হবে কিনা। আমি সালমান শাহর অনেক বড় ভক্ত। তারাও অনেক বড় ভক্ত। আমি একজন ভক্তের চরিত্রে অভিনয় করেছি। সালমান শাহ প্লে করিনি। আমাদের যোগ্যতা নেই সালমান শাহ প্লে করার। ভক্তের একটি চরিত্রে অভিনয় করেছি। এবং তারা তাদের নিজেদের সঙ্গে মিলিয়েছেন। ভালবেসে পজিটিব উওর দিয়েছে। আনন্দকণ্ঠ : ফাগুন হাওয়ার আপডেট- সিয়াম : ‘ফাগুন হাওয়া’ স¤পাদনার টেবিলে আছে। আমার একদিনের ডাবিং বাকি। ভাল একটি সিনেমা হয়েছে। তৌকীর ভাই অসাধারণ মেকিং করেছেন। শিল্পীরা সবাই খুব ভালই অভিনয় করেছেন। যখন দর্শক হলে গিয়ে ছবিটি দেখবেন বাকিটা বোঝা যাবে। আনন্দকণ্ঠ : ভবিষ্যতে ঠিক কেমন ধরনের সিনেমাতে অভিনয় করতে চান? সিয়াম : জনগণের জন্য সিনেমা করতে চাই। সাধারণ মানুষ বুঝে এবং গ্রহণ করে সে রকম গল্পের ছবিতে কাজ করতে চাই। তবে এমন কোন ছবিতে কাজ করব না যাতে একটি গল্প নেই। ভাল একটি গল্প থাকা গুরুত্বপূর্ণ। টাকার জন্য সিনেমা করছি না ভালবাসার জন্য সিনেমা করছি। আনন্দকণ্ঠ: বাংলাদেশের স্বল্পসংখ্যাক মানুষ বাংলা সিনেমা দেখে। বাকি মানুষগুলো ভিনদেশী ছবি দেখে। বাংলাদেশের যারা সিনেমার সঙ্গে যুক্ত তারা কেন বাকি মানুষগুলোকে আমাদের দেশের ছবিতে সংযুক্ত রাখতে পারছে না? সিয়াম : সিম্পল ব্যাপার। কারন তখন অন্য দেশের সঙ্গে আমাদের যোগাযোগ ছিল না। ইন্টারনেট ছিল না। এখন দর্শকদের চোখ অনেক বড় হয়ে গেছে। আমাদের জন্য অনেক বড় চ্যালেঞ্জ। যেখানে বাইরের দেশে কয়েকশ কোটি টাকার সিনেমা হচ্ছে আর আমাদের দেশে এক থেকে দেড় কোটি টাকা দিয়ে সিনেমা হচ্ছে। আমাদের সিনেমা খারাপ হচ্ছে না। তবে আমাদের সিনেমা ভাল হওয়ার চেষ্টা চলছে। স্বল্প ব্যাজেটের ভিতরে এত কম সংখ্যক হল। লগ্নি করার মানুষ নেই। তার মধ্য সব দিক দিয়ে সবাই চেষ্টা করছে ভাল কিছু করার। আমার মনে হয় না কখনও আমাদের দেশে অভিনয় শিল্পীর অভাব ছিল। আমাদের দেশে প্রচুর অভিনয় শিল্পী আছে। যারা জাতীয়ভাবে খুব ভাল কাজ করতে পারবে। ছোটখাটো কিছু দুর্বলতা আছে সেটা কাটিয়ে ওঠার চেষ্টা করছি। তুলনা বাদ দিয়ে আমাদের সীমাবদ্ধর মধ্যে কিছু বানাতে পারলেই পজিটিব কিছু করতে পারব। এখনও আশাহত হওয়ার কিছু হয়নি। আশা জাগানোর সময় এসেছে। আনন্দকণ্ঠ : পোরামন-২ দর্শকের হৃদয় জয় করেছে। তবে বছরে হাতেগোনা ১-৩টি ছবি হয়। এর বেশি নয় কেন? সিয়াম : কারণ আমাদের কনটেন্ট কম। যদি ভাল কনটেন্ট থাকে সেখানে লগ্নি করার মানুষ পাওয়া যাবে। কনটেন্টের কারণে লগ্নি করার মানুষ কম। সব দিক দিয়ে যদি সবাই সাপোর্ট দেয় তাহলে ভাল কিছু করা যাবে।
×