ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বলিউডে ক্যান্সারের প্রকোপ

প্রকাশিত: ০৭:০০, ১৯ জুলাই ২০১৮

বলিউডে ক্যান্সারের প্রকোপ

বলিউডের এক সময়ের সফল অভিনেত্রী সোনালী বেন্দ্রে কিছু দিন আগে নিজ থেকে ঘোষণা দিয়ে সবাইকে জানিয়েছেন, তিনি ‘হাইগ্রেড’ ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। ৪৩ বছর বয়সী এ অভিনেত্রী বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে চিকিৎসাধীন। ক্যান্সারে আক্রান্ত হলেও সোনালী বেন্দ্রে মোটেও বিচলিত নন। বরং তিনি সবার ভালবাসায় সুস্থ হয়ে ওঠার জন্য লড়াই চালিয়ে যাবেন বলে একান্ত অনুভূতি প্রকাশ করেছেন। ক্যান্সার আক্রান্ত বলিউড অভিনেত্রী সোনালী বেন্দ্রে কাঁদলেন। তার শরীরে হাইগ্রেড ক্যান্সার ধরা পড়েছে, আর তা ছড়িয়ে পড়ছে সারা দেহে। চিকিৎসকদের মতে, সোনালীর দেহে ক্যান্সার এখন চতুর্থ স্টেজে রয়েছে। আর তা খুবই ঝুঁকিপূর্ণ ও আশঙ্কাজনক। মোটকথা তার অবস্থা মোটেও ভাল নয়। সোনালী বেন্দ্রের ক্যান্সার আক্রান্তের খবরে গোটা বলিউডে বেদনার রেশ ছড়িয়ে পড়েছে। ক্যান্সার ধরা পড়ার পর সোনালী বেন্দ্রের মানসিক শক্তি দেখে সবাই তার প্রশংসা করেছেন। কিন্তু এবার সোনালী নিজেই কেঁদেছেন। কয়েকদিন আগে টুইটারে একটি বার্তা দেখে চোখ ভিজে যায় তার। বার্তাটি লিখেছেন বলিউডের আরেক অভিনেত্রী দিব্যা দত্ত। বলিউডে আসার পর এই দিব্যা দত্তের সঙ্গে প্রথম বন্ধুত্ব হয় সোনালী বেন্দ্রের। টুইটারে সোনালীকে অনেকে সহানুভূতি জানিয়ে, সাহস যুগিয়ে বার্তা দিয়েছেন। এই তালিকায় আছেন মাধুরী দীক্ষিত, অনুপম খের, অনিল কাপুর, ঋষি কাপুর, করণ জোহর, রিতেশ দেশমুখ, নেহা ধুপিয়া, অর্জুন কাপুর, ফারাহ খান, রিচা চাড্ডা, বিবেক ওবেরয়, মনীষ মালহোত্রা, সোনম কাপুর, মনীষা কৈরালা প্রমুখ। তারা প্রত্যেকেই সোনালী বেন্দ্রের সুস্থতা কামনা করেছেন। তাকে ক্যান্সারের সঙ্গে লড়াই করার শক্তি যুগিয়েছেন, সোনালী বর্তমানে চিকিৎসার ফাঁকে যখনই সুযোগ পান টুইটারে যোগ দেন। সবার বার্তা পড়েন, তার জবাব দেন। সবার বার্তার আলাদা আলাদা জবাব দেয়ার চেষ্টা করেন। সবাইকে সহানুভূতি জানানোর জন্য ধন্যবাদ জানান। ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ের জন্য কঠিন পথ পাড়ি দিতে সোনালীর বড় অনুপ্রেরণা হয়ে উঠেছেন বলিউডের আরেক সাড়া জাগানো অভিনেত্রী মনীষা কৈরালা। নেপালী কন্যা মনীষা কৈরালা ২০১২ সালে ওভারিয়ান ক্যান্সারে অর্থাৎ জরায়ুর ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন। এরপর মরণব্যাধির বিরুদ্ধে কঠিন যুদ্ধে অবতীর্ণ হয়ে শেষ পর্যন্ত জয়ী হন। সোনালীর পাশে সহানুভূতি জানিয়ে দাঁড়িয়েছে মনীষা। তিনি টুইটারে লিখেছেন, পরম করুণাময় ঈশ্বরের কৃপায় সবকিছুই ঠিক হয়ে যাবে এবং ভাল খবর নিয়ে শীঘ্রই তুমি বাড়ি ফিরে আসবে। আমার বন্ধু, তোমার জন্য ভালবাসা ও প্রার্থনা রইল। ক্যান্সারের অভিশাপ থেকে মুক্ত মনীষা কৈরালা তার একান্ত অনুভূতি ব্যক্ত করে জানিয়েছেন ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর কখনই তিনি নিজেকে রোগী হিসেবে ভাবেননি। তিনি নিজেকে ক্যান্সারের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়া এক যোদ্ধাই ভেবেছেন নিজেকে। মনীষার কথাগুলো অক্ষরে অক্ষরে মেনে নিয়ে সাহসী হয়ে ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করে সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরে আসবেন, এমনটাই প্রত্যাশা সোনালীর অগণিত ভক্ত-অনুরাগীর। বলিউডে ক্যান্সারের প্রকোপ চলছে আরও অনেক আগে থেকেই। আরও বেশ কয়েক মাস আগে জানায় হঠাৎ করেই প্রখ্যাত অভিনেতা ইরফান খান দুরারো জটিল রোগ নিউরো এ্যান্ডোক্রিন টিউমারে আক্রান্ত হয়েছেন। এটা এক ধরনের ক্যান্সার, যার নিরাময় সহজসাধ্য নয়, তার পরেও ইরফান অসুস্থতার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছেন। বিদেশে তার চিকিৎসা চলছে বর্তমানে। গত বেশ কয়েক বছরে একজন শক্তিশালী মেধাবী অভিনেতা হিসেবে যখন বার বার নিজের যোগ্যতার প্রমাণ দিচ্ছিলেন অভিনীত ছবিগুলোতে তখন হঠাৎ ইরফান খানের দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হওয়ার খবরে সবাই ব্যথিত হয়েছেন। ২০০৯ সালে ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন বলিউডের সুন্দরী অভিনেত্রী ও মডেল লিসা রে। দীর্ঘ এক বছর লড়াইয়ের পর সেই প্রাণঘাতী রোগ থেকে মুক্তি পান লিসা রে। ‘ওয়াটার’খ্যাত এই সুন্দরী অভিনেত্রী কাম মডেল সোনালী বেন্দ্রের সুস্থতা কামনা করে তার ভালবাসা জানিয়েছেন সম্প্রতি। অনেক বছর আগে বলিউডের কিংবদন্তি অভিনেত্রী নার্গিস দত্ত ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করে অবশেষে পরাজিত হন। এরপর তার পুত্র সঞ্জয় দত্তের স্ত্রী রিচা শর্মা ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। হিন্দী সিনেমার দুই সুপারস্টার অভিনেতা রাজেশ খান্না এবং বিনোদ খান্না দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন। দীর্ঘদিন এ রোগের বিরুদ্ধে লড়াই করে এক সময় তারা হেরে যান। ক্যান্সারে আক্রান্ত হয়ে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন অভিনেতা মাযহার খান। তিনি অভিনেত্রী জিনাত আমানের স্বামী ছিলেন।
×