ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বিষয় ॥ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ॥ প্রথম অধ্যায় (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং আমাদের বাংলাদেশ);###;আব্দুর রশিদ

এসএসসি পরীক্ষার প্রস্তুতি

প্রকাশিত: ০৭:১৪, ১৯ জুলাই ২০১৮

এসএসসি পরীক্ষার প্রস্তুতি

সিনিয়র শিক্ষক বি এ এফ শাহীন কলেজ কুর্মিটোলা, ঢাকা ২১. যারা জ্ঞানভিত্তিক সমাজ তৈরি করার বিপ্লবে অংশে নেবে তারই র. পৃথিবীর চালিকাশক্তি হিসেবে কাজ করবে রর. পৃথিবীর দুর্বল শক্তি হিসেবে পরিগণিত হবে ররর. পৃথিবীর অর্থনীতিকে নিয়ন্ত্রণ করবে নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর ২২. বেঁচে থাকার সুনির্দিষ্ট দক্ষতাগুলো হলো- র. সৃজনশীলতা রর. সুনাগরিকত্ব ররর. পারস্পরিক সহযোগিতার মনোভাব নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর ২৩. তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে দক্ষ না হলে- র. তথ্য সংগ্রহ করে নতুন তথ্য সৃষ্টি করা যায় না রর. তথ্য বিশ্লেষণ করা যায় না ররর. তথ্য মূল্যায়ন করা যায় না নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর ২৪. তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে দক্ষতা অর্জন করতে না পারলে- র. একুশ শতাব্দী চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারবে না রর.জ্ঞানভিত্তিক সমাজে স্থান করে নিতে পারবে না ররর. ভবিষ্যতে মূল্যায়ন করা যায় না নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর ২৫. আধুনিক কম্পিউটারে জনক কে? ক. অ্যাডা লাভলেস খ. বিল গেটস গ. চার্লস ব্যাবেজ ঘ.মার্কনি ২৬. চার্লস ব্যাবেজ কত সালে জন্মগ্রহণ করেন? ক. ১৭৭১ খ. ১৭৮১ গ. ১৭৯১ ঘ.১৮৯১ ২৭. চার্লস ব্যাবেজ কত সালে মৃত্যুবরণ করেন? ক. ১৭৭১ খ. ১৭৮৫ গ. ১৮৭১ ঘ. ১৮৯১ ২৮. চার্লস ব্যাবেজ ছিলেন? ক. পদার্থবিদ খ. রসায়নবিদ গ. গণিতবিদ ঘ.ভূ-তত্ত্ববিদ ২৯. লন্ডনের বিজ্ঞান জাদুঘরে চার্লস ব্যাবেজের বর্ণনা অনুসারে কত সালে একটি ইঞ্জিন তৈরি করা হয়? ক. ১৭৯১ খ. ১৮৭১ গ. ১৯৯১ ঘ. ২০০১ ৩০. চার্লস ব্যাবেজের বর্ণনা অনুসারে ইঞ্জিন তৈরি করা হয় কোথায়? ক. আমেরিকা খ. ফ্রান্স গ. লন্ডন ঘ.ইতালি উত্তর॥ ২১.খ ২২.ঘ ২৩.ঘ ২৪.ক ২৫.গ ২৬.গ ২৭.গ ২৮.গ ২৯.গ ৩০.গ।
×