ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

দুদকের অভিযানে সিভিল সার্জন অফিসে ঘুষের ‘প্রমাণ’

প্রকাশিত: ০৮:২৭, ১৯ জুলাই ২০১৮

দুদকের অভিযানে সিভিল সার্জন অফিসে ঘুষের ‘প্রমাণ’

বিডিনিউজ ॥ ঘুষ ছাড়া ঢাকার সিভিল সার্জন অফিস থেকে স্বাস্থ্য সনদ মেলে না প্রমাণ পাওয়ার দাবি করেছে দুর্নীতি দমন কমিশন। কমিশনের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য বলেছেন, তারা বুধবার অভিযান চালিয়ে দেখেছেন স্বাস্থ্য সনদের জন্য জনপ্রতি ৩০০ টাকা থেকে এক হাজার টাকা পর্যন্ত ঘুষ দিতে হয়। হটলাইনে (১০৬) এক ভুক্তভোগীর অভিযোগ পাওয়ার পর রাজধানীর আজিমপুরে ঢাকার সিভিল সার্জন কার্যালয়ে দুদক সহকারী পরিচালক জাকারিয়া ও উপসহকারী পরিচালক সাইদুজ্জামান এদিন আকস্মিক অভিযানে যান। প্রণব ভট্টাচার্য্য বলেন, অভিযানে দুদক দলের জিজ্ঞাসাবাদে সিভিল সার্জন অফিসের কর্মচারীরা স্বীকার করেছেন, তারা জনপ্রতি ন্যূনতম ৩০০ থেকে সর্বোচ্চ এক হাজার টাকা পর্যন্ত অর্থ আদায় করে, যা সম্পূর্ণ অবৈধ। এই অভিযানের সমন্বয়কারী দুদকের মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেন, দীর্ঘদিন যাবৎ এ দুর্নীতি চলছে। গৃহীত জবানবন্দী ও তথ্য-প্রমাণের ভিত্তিতে দুদক দায়ীদের বিরুদ্ধে শীঘ্রই আইনানুগ ব্যবস্থা নেবে। ঘুষ গ্রহণকারীদের হাতেনাতে গ্রেফতারের জন্য দুদকের ফাঁদ দল নজরদারি চালাচ্ছে বলেও জানান তিনি। দুদক কর্মকর্তাদের অভিযোগের বিষয়ে সিভিল সার্জন কার্যালয়ের কোন বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
×