ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিশ্বকাপ ২০১৮॥ মাঠে ঢুকে পড়া সেই চারজনকে শাস্তি দেওয়া হলো

প্রকাশিত: ১৯:৪০, ১৯ জুলাই ২০১৮

বিশ্বকাপ ২০১৮॥ মাঠে ঢুকে পড়া সেই চারজনকে শাস্তি দেওয়া হলো

অনলাইন ডেস্ক ॥ লুঝনিকিতে বিশ্বকাপ ফাইনাল ম্যাচের ৫১ মিনিটের মাথায় হঠাৎ করে মাঠে ঢুকে পড়েছিলেন চার জন। টিভি ক্যামেরা অবশ্য তাদের ওপর ফোকাস করেনি, সেটা সম্প্রচারের আইন বিরোধী। কিন্তু ক্যামেরার চোখে বিশ্ব দেখেছে, নিরাপত্তাকর্মীরা এসে চার জনকেই ধরে নিয়ে গেছেন। বিশ্বকাপের বজ্র আঁটুনি নিরাপত্তা বলয় ফাঁকি দিয়ে স্যুট-টাই পরে পুলিশের বেশে যারা ঢুকেছিলেন মাঠে তাদের শাস্তির আওতায় আনা হয়েছে। রাশিয়ায় বিশ্বকাপ ফাইনালে এমন কাণ্ড ঘটিয়ে গোটা বিশ্বের নজর নিজেদের দিকে ফিরিয়েছিলেন অনাহূত সেই চারজন। এদের মধ্যে তিনজন মহিলা (ভেরুনিকা নিকুলশিনা, অলগা পাখতুসোভা ও অলগা কুরাসোভা) ও একজন পুরুষ (পিতর ভেরজিলভ)। ওই ঘটনার পর ফেসবুকে রাশিয়ার ক্রেমলিন বিরোধী একটা গ্রুপ ঘটনার দায়িত্ব স্বীকার করে। পুসি রায়ট নামের এই গ্রুপ অনেক দিন ধরেই রাশিয়ার চলমান পুঁজিবাদ ও সরকারের বিভিন্ন অব্যবস্থার বিরুদ্ধে প্রতিবাদ করে আসছে। ২০১২ সালে একবার গির্জায় ঢুকে প্রতিবাদ জানিয়েছিল তারা। সেই গির্জায় ওই সময় ছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও। সেবার অনেককেই গ্রেপ্তার হতে হয়েছিল। ফাইনাল ম্যাচেও পার পাননি তাদের কেউ, সবাইকেই আটক করা হয়। এবারো মাঠে হাজির ছিলেন পুতিন, তার সামনেই ঘটে এই ঘটনা। পুসি রায়ট নামের এই গ্রুপ দাবি করেছে, রাশিয়ায় এখন বাক স্বাধীনতা বলে কিছু নেই। ২০১৫ সালে ইউক্রেন ও রাশিয়ার টানাপোড়েনে থাকা ক্রিমিয়ার একটা অফিসে আগুন জ্বালিয়ে দিয়েছিলেন চিত্র নির্মাতা অলেগ সেন্তসভ। সেজন্য তাকে ১৫ বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। পুসি রায়ট দাবি করেছে, তার নিঃশর্ত মুক্তি। সেই সঙ্গে সকল ধরনের রাজনৈতিক বন্দিদেরও মুক্তি দাবি করেছে। বলেছে, অনলাইন থেকে সব ধরনের নিষেধাজ্ঞা তুলে দিতে হবে। এবার আটককৃতদের বিরুদ্ধে দুইটি নির্দিষ্ট অভিযোগ ওঠে। এক, মাঠে বিনা অনুমতিতে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা। দুই, পুলিশের পোশাক বিনা অনুমতিতে প্রকাশ্যে পরা। পুতিনবিরোধী ‘পুসি রায়ট’ দলের সদস্য এই চারজনকে শাস্তি হিসেবে দেওয়া হয়েছে ১৫ দিনের জেল। এছাড়া, আগামী তিন বছর রাশিয়ার কোনো খেলা মাঠে বসে দেখতে পাবেন না তারা।
×