ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ভারতে তিন বছরে ১ লাখ ধর্ষণের অভিযোগ

প্রকাশিত: ১৯:৪৬, ১৯ জুলাই ২০১৮

ভারতে তিন বছরে ১ লাখ ধর্ষণের অভিযোগ

অনলাইন ডেস্ক ॥ ভারতে তিন বছরে এক লাখের বেশি ধর্ষণের অভিযোগ দায়ের করা হয়েছে। ২০১৪ থেকে ২০১৬ সালের মধ্যে সব অভিযোগ দায়ের করা হয়। সবমিলিয়ে তিন বছরে ১ লাখ ১০ হাজার ৩৩৩টি ধর্ষণের অভিযোগ নিবন্ধিত হয়েছে ভারতজুড়ে। বুধবার এ কথা জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেন রিজিজু। খবর দ্য ইকোনমিক টাইমসের। রিজিজুকে উদ্ধৃত করে খবরে বলা হয়, ২০১৪ থেকে ২০১৬ সালের মধ্যে ১ লাখ ১০ হাজার ৩৩৩টি ধর্ষণের অভিযোগ জমা পড়েছিল। এরমধ্যে ২০১৬ সালে ৩৮, ৯৪৭টি অভিযোগ জমা হয়েছিল। ২০১৫-তে ৩৪,৬৫১টি এবং ২০১৪ সালে ৩৬,৭৩৫টি অভিযোগ জমা পড়েছিল। রাজ্যসভায় দেওয়া এক বক্তব্যে একথা জানান ভারতীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। লিখিত বক্তব্যে রজিজু জানান, ধর্ষণসহ ২০১৬ সালে নারীদের বিরুদ্ধে ৩ লাখ ৩৮ হাজার ৯৫৪টি অপরাধের অভিযোগ নিবন্ধিত হয়েছে। ২০১৫ সালে দায়ের করা হয়েছে ৩ লাখ ২৯ হাজার ২৪৩টি ও ২০১৪ সালে ৩ লাখ ৩৯ হাজার ৪৫৭টি।
×