ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রোনালদোর বদলে রিয়ালে অদ্রিওজোলা!

প্রকাশিত: ২০:২৫, ১৯ জুলাই ২০১৮

রোনালদোর বদলে রিয়ালে অদ্রিওজোলা!

অনলাইন ডেস্ক ॥ রিয়াল মাদ্রিদ মানেই নক্ষত্রপুঞ্জ! বিশ্বের সেরা খেলোয়াড়টিকে যেকোনো মূল্যেই হোক, চাই-ই চাই সান্তিয়াগো বার্নাব্যুতে। মাদ্রিদের অভিজাতদের খেলোয়াড় তালিকা মানেই বিশ্বের সেরা ফুটবলারদের ছড়াছড়ি, যে দলের সাইড বেঞ্চে থাকা ফুটবলারদেরও পেলে বর্তে যেত লা লিগার অন্য অনেক ক্লাব। এই দর্শন থেকে খুব সম্ভবত সরে আসছেন ফ্লোরেন্তিনো পেরেজ। ক্রিস্তিয়ানো রোনালদোর রিয়াল ছেড়ে জুভেন্টাসে যাওয়ার পর, তাঁর শূন্যস্থান পূরণে টাকার ঝুলি নিয়েই মাঠে নেমে পড়ার কথা তাঁর। কিন্তু তেমন কোনো তৎপরতা পড়ছে না চোখে। বরং কাল, সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়ালের নতুন যে খেলোয়াড়টিকে পরিচয় করিয়ে দেওয়া হলো, তাঁর নাম আলভারো অদ্রিওজোলা। ইউলেন লোপেতেগুই রাশিয়া বিশ্বকাপের স্পেন দলে রেখেছিলেন তাঁকে, শেষ পর্যন্ত দায়িত্বে থাকলে হয়তো নামাতেন মাঠে। রিয়ালের কোচ হওয়ার খবর ফাঁস হওয়ার ঘটনায় চাকরি হারালেন লোপেতেগুই, তাঁর জায়গায় কোচ হওয়া ফার্নান্দো হিয়েরো বোধ হয় খুব একটা ভরসা পাননি ২২ বছরের এই ডিফেন্ডারকে মাঠে নামাতে। রিয়ালের কোচ হয়ে এসে লোপেতেগুই বার্নাব্যুতে নিয়ে এলেন এই রাইটব্যাককে। রিয়াল সোসিয়েদাদ থেকে তাঁকে দলে আনতে রিয়ালের খরচা ৩০ মিলিয়ন ইউরো, সঙ্গে পারফরম্যান্স অনুযায়ী বোনাস আরো পাঁচ মিলিয়ন। প্রাথমিকভাবে চুক্তিটা ছয় বছরের।
×