ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

পগবার ফুটবল ক্যারিয়ারের পেছনে বড় ভূমিকা কার?

প্রকাশিত: ২০:৫১, ১৯ জুলাই ২০১৮

পগবার  ফুটবল ক্যারিয়ারের পেছনে বড় ভূমিকা কার?

অনলাইন ডেস্ক ॥ ফুটবলের মহাতারকা পল পগবা লাখো মানুষের কাছে এক অনুপ্রেরণার নাম। কিন্তু তার অনুপ্রেরণা কে? উত্তরটা হল 'মা'। নিজের মাকেই সবচেয়ে বড় অনুপ্রেরণা মানেন বিশ্বকাপজয়ী ফরাসি ফুটবলার। তার কাছে নিজের মা হল 'সুপারমম'। বিশ্বকাপ ট্রফি জেতার সুবাদে সোনার মেডেল পরিয়ে দেয়া হয়েছিল পগবাকে। কিন্তু তিনি তো জানেন, এর যোগ্য তিনি নন। সেটি পরার যোগ্য সেই ব্যক্তি হল মা। ট্রফি হাতে নিয়ে আনন্দ উচ্ছ্বাসের মাঝেই মা ইয়েও মোরিবাকে সোনার মেডেলটি পরিয়ে দিয়েছেন তিনি। পগবা সবসময় অতীত নিয়ে কথা বলার সময় সন্তানদের স্বপ্নপূরণে তার মায়ের কঠোর পরিশ্রম, আত্মত্যাগের কথা বলেন। গত বছর মা দিবসে বিশ্বের সবচেয়ে মেধাবী, সফল ও সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত ফুটবলারদের একজন পল পগবা মাকে উদ্দেশ্যে করে লিখেছিলেন, আপনার ছেলে হতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করি। আমি গর্বিত কারণ আপনি আমার মা। সন্তানের মা। স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার পর পগবাসহ তিন ছেলেকে মানুষ করতে বেশ কাঠখড় পোড়াতে হয়েছিল ইয়েও মোরিবাকে। তখন পগবার বয়স ছিল মাত্র ২। পগবার ঝলমলে ফুটবল ক্যারিয়ারের পেছনেও বড় ভূমিকা মায়ের।
×