ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নেসেটে বিতর্কিত ‘ইহুদি জাতীয় রাষ্ট্র’ বিল পাস

প্রকাশিত: ২০:৫৩, ১৯ জুলাই ২০১৮

নেসেটে বিতর্কিত ‘ইহুদি জাতীয় রাষ্ট্র’ বিল পাস

অনলাইন ডেস্ক ॥ বিতর্কিত ‘ইহুদি জাতীয় রাষ্ট্র’ বিল পাস করেছে ইসরাইলি পার্লামেন্ট নেসেট। ইসরাইলি আরব সংসদ সদস্যদের বিরোধিতা সত্ত্বেও বুধবার বিলটি পাস করা হয়। অন্যরা সমালোচনা করলেও ইসরাইলি প্রধানমন্ত্রী এটিকে ‘ঐতিহাসিক মুহূর্ত’ বলে উল্লেখ করেছেন। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বিতর্কিত এই আইনের ফলে ইসরাইলের জাতীয় স্বার্থেই বসতি স্থাপন আরো বাড়াতে পারবে তেলআবিব। এ ছাড়া দেশটির অফিসিয়াল ভাষা হিসেবে আরবির মর্যাদাও কমে যাবে। এ ছাড়া নতুন আইন অনুযায়ী ‘পূর্ণাঙ্গ ও সমন্বিত’ জেরুজালেম হবে ইসরাইলের রাজধানী। প্রসঙ্গত, এর আগেই বিলটিতে অনুমোদন দেয় ইসরাইলি মন্ত্রিসভা। বুধবার নেসেটে পাস হওয়ার মাধ্যমে সেটি আইনে পরিণত হলো। ইসরাইলি আরব সংসদ সদস্যরা এই আইনের নিন্দা জানিয়েছেন। কিন্তু দেশটির ডানপন্থী সরকার বলছে, ইহুদিদের ঐতিহাসিক জন্মস্থান হলো ইসরাইল এবং নিজেদের ব্যাপারে স্বাধীন সিদ্ধান্ত নেওয়ার অধিকার তাদের রয়েছে। খবরে বলা হয়েছে, আট ঘণ্টার উত্তপ্ত আলোচনার পর বিলটি সংসদে পাস হয়। বিলটির পক্ষে ভোট দেন ৬২ জন সংসদ সদস্য। আর বিপক্ষে ভোট পড়ে ৫৫টি। ইসরাইলি প্রেসিডেন্ট ও অ্যাটর্নি জেনারেলের আপত্তি জানানোর পর বিলটি থেকে কিছু অনুচ্ছেদ বাদ দেওয়া হয়েছে। যেমন- ইহুদিরাই একমাত্র সম্প্রদায় এমন একটি অনুচ্ছেদ বাদ দেওয়া হয়েছে। প্রসঙ্গত, ৯০ লাখ ইসরাইলি জনসংখ্যার ২০ শতাংশ ইসরাইলি আরব। আইন অনুযায়ী তাদের সমান অধিকারের কথা বলা হলেও তাদের দ্বিতীয় শ্রেণির নাগরিক হিসেবে বিবেচনা করা হয় বলে অভিযোগ রয়েছে। এ ছাড়া শিক্ষা, চাকরি, স্বাস্থ্য ও বাসস্থানসহ বিভিন্ন ক্ষেত্রে তারা বৈষম্যের শিকার বলে অভিযোগ রয়েছে। ইসরাইলি আরব এমপি আহমেদ তিবি বলেছেন, এই বিল পাসের ফলে ইসরাইলে গণতন্ত্রের মৃত্যু হলো। আর মানবাধিকার বিষয়ক এনজিও আদালাহ বলেছে, এর ফলে বর্ণবাদী নীতির মাধ্যমে জাতিগত শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠিত হবে।
×