ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কুতুবপুরে নানা আয়োজনে হুমায়ূন আহমেদের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত

প্রকাশিত: ০০:১০, ১৯ জুলাই ২০১৮

কুতুবপুরে নানা আয়োজনে হুমায়ূন আহমেদের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা ॥ জননন্দিত কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার তাঁর পৈত্রিক গ্রাম কেন্দুয়া উপজেলার কুতুবপুরে নানা কর্মসূচি পালিত হয়েছে। হুমায়ূন আহমেদের ব্যক্তিগত উদ্যোগে প্রতিষ্ঠিত ‘শহীদ স্মৃতি বিদ্যাপীঠ’ বিদ্যালয় প্রাঙ্গণে এসব কর্মসূচির আয়োজন করে। কর্মসূচির অংশ হিসেবে সকাল সাড়ে ৮টায় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও গ্রামবাসী বিদ্যালয় প্রাঙ্গণে কালো পতাকা উত্তোলন এবং কালো ব্যাজ ধারণ করেন। সকাল ৯টা থেকে অনুষ্ঠিত হয় কোরান খতম। সাড়ে ১০টায় বের করা হয় শোক র্যালি। বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বেরিয়ে র্যালিটি স্থানীয় সড়ক প্রদক্ষিণ শেষে আবার একই স্থানে গিয়ে শেষ হয়। ১১টায় হুমায়ূন আহমেদের প্রতিকৃতিতে অর্পণ করা হয় পুষ্পস্তবক। বেলা ১২টায় বিদ্যালয় মিলনায়তনে হুমায়ূন আহমেদের চাচা আলতাবুর রহমান আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান, সহকারী প্রধান শিক্ষক শরীফ আনিস আহমেদ, ম্যানেজিং কমিটির সদস্য নজরুল ইসলাম প্রমুখ। আলোচনার পর মিলাদ ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়। অন্যদিকে বৃহস্পতিবার দুপুরে কেন্দুয়া উপজেলা সদরের জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে চর্চা সাহিত্য আড্ডা ও হুমায়ূন আহমেদ স্মৃতি সংসদের যৌথ উদ্যোগে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চর্চা সাহিত্য আড্ডার সমন্বয়কারী ও হুমায়ূন আহমেদ স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক রহমান জীবনের সভাপতিত্বে বক্তব্য রাখেন কবি আশরাফ উদ্দিন ভূইয়া, সাংবাদিক হুমায়ূন কবীর, ব্যবসায়ী কামরুল ইসলাম প্রমুখ।
×