ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজারে সূচকের সঙ্গে লেনদেন বেড়েছে

প্রকাশিত: ০০:২৬, ১৯ জুলাই ২০১৮

পুঁজিবাজারে সূচকের সঙ্গে লেনদেন বেড়েছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। ডিএসইতে আগের দিনের চেয়ে লেনদেনও বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও একই চিত্রে লেনদেন শেষ হয়েছে। উৎপাদন বন্ধ দুই কোম্পানিকে ডিএসইর পরিচালনা পর্ষদের তালিকাচ্যুতির সিদ্ধান্তের প্রভাব সকাল থেকে পুুঁজিবাজারে পড়তে দেখা যায়। বিশেষ করে জেড ক্যাটাগরির শেয়ারগুলো দিনটিতে ক্রেতা খুঁজে পাওয়া যায়নি। এর বিপরীতে মাঝারি মূলধনের কোম্পানিগুলোর প্রতি বিনিয়োগকারীদের চাহিদা বেড়ে যায়। তবে গুটি কয়েক কোম্পানির মধ্যেই তা সীমাবদ্ধ ছিল। নতুন করে দরবৃদ্ধির তালিকায় ন্যাশনাল পলিমার ও বেশ কিছু বস্ত্র খাতের কোম্পানি উঠে আসে। বাজার বিশ্লেষণে দেখা যায়, বৃহস্পতিবার ডিএসইতে ৮৮২ কোটি ৪০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ১৮ কোটি ৮৬ লাখ টাকা বেশি। ডিএসইতে ৮৬৩ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এদিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নিয়েছে ৩৩৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৫৪টির, কমেছে ১৫৪টির। আর অপরিবর্তিত রয়েছে ২৯টি কোম্পানির শেয়ার দর। সকালে সূচকের ইতিবাচক প্রবণতা দিয়ে শুরুর পর দিনশেষে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ১২ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৩৪৬ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ২৭৪ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৯০৬ পয়েন্টে। ডিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : বিবিএস কেবল, গোল্ডেন হার্ভেস্ট, ইবনে সিনা, লিগাসি ফুটওয়ার, মুন্নু সিরামিক, কেডিএস এক্সেসরিজ, ইউনাইটেড পাওয়ার, আমান ফিড, ইফাদ অটো ও খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড। দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো : পদ্মা লাইফ, ন্যাশনাল পলিমার, রূপালী লাইফ, গোল্ডেন হার্ভেস্ট, রিজেন্ট টেক্সটাইল, প্যাসিফিক ডেনিম, কেডিএস এক্সেসরিজ, মোজাফফর হোসেন স্পিনিং, এসিআই ও বেঙ্গল ইউন্ডসর থার্মোপ্লাস্টিক। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ১৫২ কোটি ৩ লাখ টাকার লেনদেন হয়েছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৪২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৬ হাজার ৪৪৫ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৫৩টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১১৮টির, কমেছে ১১১টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টির শেয়ার দর। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : ব্রিটিশ আমেরিকান ট্যোবাকো, বিবিএস কেবল, পেনিনসুলা চট্টগ্রাম, এসকে ট্রিমস, বসুন্ধরা পেপার, মিরাকল ইন্ডাস্ট্রিজ, সিঙ্গারবিডি, দেশবন্ধু পলিমার, এসিআই ও ফু-ওয়াং ফুড।
×