ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সাবেক বিচারপতি জয়নুল আবেদীনের আগাম জামিনের রায় ২৩ জুলাই

প্রকাশিত: ০১:৩৫, ১৯ জুলাই ২০১৮

সাবেক বিচারপতি জয়নুল আবেদীনের  আগাম জামিনের রায় ২৩ জুলাই

স্টাফ রিপোর্টার ॥ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে আপিল বিভাগের সাবেক বিচারপতি মো. জয়নুল আবেদীনকে উচ্চ আদালতের দেওয়া আগাম জামিন নিয়ে প্রশ্ন তুলেছেন হাইকোর্ট। একইসঙ্গে এ বিষয়ে জয়নুল আবেদীনের আইনজীবীকে ব্যাখ্যা দিতে বলে মামলায় রায় ঘোষণার জন্য পুনরায় ২৩ জুলাই দিন ধার্য করেছেন আদালত। বৃহস্পতিবার রায় ঘোষণার দিন নির্ধারণ থাকলেও বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি ড. কে এম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতে জয়নুল আবেদীনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মঈনুল হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক। এছাড়া দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট খুরশীদ আলম খান। এর আগে গত ১০ জুলাই মামলাটিতে উভয়পক্ষের রুল শুনানি শেষ হয়। শুনানি শেষে মামলাটি রায় ঘোষণার জন্য বৃহস্পতিবার (১৭ জুলাই) দিন নির্ধারণ করা হয়। এর পরিপ্রেক্ষিতে মামলাটি সংশ্লিষ্ট হাইকোর্ট বেঞ্চের কার্যতালিকায় (কজলিস্ট) ৩ নম্বর ক্রমিকে রাখা ছিল। কিন্তু রায় ঘোষণার দিন নির্ধারিত থাকলেও সাবেক বিচারপতি জয়নুল আবেদীনের আগাম জামিন নেওয়া রুল খারিজের বিষয়ে কোনও রায় দেননি আদালত।তবে আদালত সাবেক বিচারপতির আইনজীবী ব্যারিস্টার মঈনুল হোসেনের কাছে জানতে চান, ‘মামলা ছাড়া আগাম জামিন হয়েছে, এমন নজির আছে কিনা? আদালতের প্রশ্নের জবাবে কোনও উত্তর দেননি ওই আইনজীবী।দুদক আইনজীবী খুরশীদ আলম খান আদালতকে বলেন, ‘তার ( সাবেক বিচারপতি জয়নুল আবেদীন) বিরুদ্ধে রেগুলার কোনো মামলা নেই। মামলা না থাকলে জামিন কীভাবে হয়?’এ সময় ব্যারিস্টার মঈনুল হোসেন আদালতকে বলেন, ‘মামলা না থাকলে আগাম জামিনে আদালতের কোনও নজির আছে কিনা, তা খুঁজে দেখার জন্য সময় চাই।’এরপর আদালত এ মামলায় সময় মঞ্জুর করে আগামী ২৩ জুলাই রায়ের জন্য পুনরায় দিন ধার্য করেন। ওই দিন মামলাটি রায়ের জন্য কার্যতালিকায় (কজলিস্ট) প্রথমে থাকবে বলে আদালত জানান।
×