ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শাহজালালে ৪১১ কার্টন বিদেশি সিগারেটসহ গ্রেফতার ১

প্রকাশিত: ০২:২৪, ১৯ জুলাই ২০১৮

শাহজালালে ৪১১ কার্টন বিদেশি সিগারেটসহ গ্রেফতার ১

স্টাফ রিপোর্টার ॥ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৪১১ কার্টন আমদানিনিষিদ্ধ বিদেশি সিগারেটসহ তৌহিদুল আলম (৪৯) নামের এক যাত্রীকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার ভোরে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ওই ব্যক্তিকে সিগারেটসহ আটক করেন। এপিবিএন বলেছেন, জব্দ করা সিগারেটের দাম সাড়ে ছয় লাখ টাকা। গ্রেফতারকৃত তৌহিদুল আলমের বাড়ি চট্টগ্রাম জেলার ভূজপুর থানার সুয়াবিল গ্রামের। তিনি প্রায়ই দেশের বাইরে যাতায়াত করেন। তাঁর বিরুদ্ধে বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। বিমানবন্দর এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন বলেন, বৃহ:বার ভোররাতে কুয়েত এয়ারওয়েজের একটি ফ্লাইটে দুবাই থেকে ঢাকায় আসেন তৌহিদুল আলম। ভোর চারটার দিকে বিমানবন্দরের ক্যানোপি-১ পেরিয়ে যাওয়ার সময় তাঁর গতিবিধি সন্দেহজনক ভেবে এপিবিএন সদস্যরা তাকে গতিরোধ করে। পরে তৌহিদুলের সঙ্গে থাকা মালামাল তল্লাশি করতে শুরু করেন। তল্লাশির একপর্যায়ে তাঁর কাছে আমেরিকান ব্র্যান্ডের ৪১১ কার্টন সিগারেট পাওয়া যায়। বাংলাদেশে আমদানিনিষিদ্ধ এসব সিগারেটের আনুমানিক মূল্য সাড়ে ছয় লাখ টাকা।
×