ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

৩০ লক্ষ শহীদের স্মরণে জবিতে বৃক্ষরোপন কর্মসূচি

প্রকাশিত: ০২:৫৪, ১৯ জুলাই ২০১৮

৩০ লক্ষ শহীদের স্মরণে জবিতে বৃক্ষরোপন কর্মসূচি

জবি সংবাদদাতা ॥ ৩০ লক্ষ শহীদের স্মরণে সারাদেশের মতো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। মহান মুক্তিযুদ্ধে ৩০ লাখ বীর শহীদের স্মরণে দেশজুড়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৩০ লাখ বৃক্ষরোপণের কমর্সূচি গ্রহণ করেছে সরকার। এরই অংশ হিসাবে বৃহস্পতিবার দুপুর একটায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। এসময় একশ ১০টি বৃক্ষরোপন করা হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন জবি উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান, শাখা ছাত্রলীগের সভাপতি মো: তরিকুল ইসলাম, প্রকোশলী সুকুমার চন্দ্র শাহাসহ অন্যান্যরা। এসময় উপাচার্য শিক্ষার্থীদের গাছ লাগানোর জন্য উৎসাহিত করার পাশাপাশি প্রধানমন্ত্রীর এই কর্মসূচিকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, উদ্ভিদ আমাদের জীবন রক্ষা করে। উদ্ভিদ ছাড়া কোন প্রাণী বেঁচে থাকা সম্ভাব না। তাই বেশি বেশি করে গাছ লাগাতে হবে। কর্মসূচিতে শাখা ছাত্রলীগের সভাপতি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা'র নির্দেশে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী প্রথম ভাষা শহীদ রফিকসহ সকল শহীদদের স্মরণে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ কর্তৃক এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। প্রধান মন্ত্রীর এমন নির্দেশনার প্রেক্ষিতে আমরা একটি সবুজ বাংলাদেশ উপহার পাব।
×