ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সের দীর্ঘমেয়াদে ঋণমান এ২

প্রকাশিত: ০৭:০৬, ২০ জুলাই ২০১৮

তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সের দীর্ঘমেয়াদে ঋণমান এ২

অর্থনৈতিক রিপোর্টার ॥ ঋণমান প্রতিবেদন অনুযায়ী পুঁজিবাজারে তালিকাভুক্ত তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেডের অবস্থান দীর্ঘ মেয়াদে ‘এ২’ ও স্বল্প মেয়াদে ‘এসটি-৩’। যার অর্থ ঋণ ঝুঁকি সক্ষমতায় ভাল অবস্থানে রয়েছে কোম্পানিটি। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০১৭ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিত প্রতিবেদন ও অন্যান্য তথ্যের ভিত্তিতে এ মূল্যায়ন করেছে ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ (সিআরএবি)। ২০১৭ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ৬ শতাংশ স্টক লভ্যাংশের পাশাপাশি ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স। গেল বছর কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৯০ পয়সা। ৩১ ডিসেম্বর কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়ায় ১৭ টাকা ৪৯ পয়সায়। চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ৩২ পয়সা ইপিএস দেখিয়েছে কোম্পানিটি, আগের বছর একই সময়ে যা ছিল ৪৫ পয়সা। ৩১ মার্চ এর এনএভিপিএস দাঁড়ায় ১৬ টাকা ৪৬ পয়সায়। ২০১৬ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের জন্য ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ দেয় তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স। সে হিসাব বছরে প্রতিষ্ঠানটির ইপিএস হয় ১ টাকা ৩০ পয়সা (বোনাস শেয়ার সমন্বয়ের পর)। ২০১৫ হিসাব বছরেও ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ দেয় তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স। ২০০৮ সালে শেয়ারবাজারে আসা কোম্পানিটির অনুমোদিত মূলধন ১০০ কোটি ও পরিশোধিত মূলধন ৪০ কোটি ১৭ লাখ ৬০ হাজার টাকা। রিজার্ভ ২৬ কোটি ১২ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ৪ কোটি ১ লাখ ৭৬ হাজার ৩৯৪, যার মধ্যে উদ্যোক্তা-পরিচালক ৪৪ দশমিক শূন্য ১, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ২২ দশমিক ৮২, বিদেশী বিনিয়োগকারী ২ দশমিক ১২ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে বাকি ৩১ দশমিক শূন্য ৫ শতাংশ শেয়ার।
×