ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ম্যারিকোর অন্তর্বর্তীকালীন লভ্যাংশ ঘোষণা

প্রকাশিত: ০৭:০৬, ২০ জুলাই ২০১৮

ম্যারিকোর অন্তর্বর্তীকালীন লভ্যাংশ ঘোষণা

শেয়ারবাজারে তালিকাভুক্ত ম্যারিকো বাংলাদেশ তিন মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ১৫০ শতাংশ নগদ অন্তর্বর্তীকালীন লভ্যাংশ ঘোষণা করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, কোম্পানিটির পরিচালনা পর্ষদ ২০১৮ সালের এপ্রিল থেকে জুন পর্যন্ত তিন মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। অন্তর্বর্তীকালীন ঘোষিত লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৯ আগস্ট। এদিকে এপ্রিল থেকে জুন পর্যন্ত তিন মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১৭.৬২ টাকা। যা আগের বছর একই সময়ে হয়েছিল ১৫.৭১ টাকা। অর্থাৎ বছরে ব্যবধানে কোম্পানিটির ইপিএস ১.৯১ টাকা বা ১২ শতাংশ বেড়েছে। ৩০ জুন ২০১৮ পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৬৫ টাকা। -অর্থনৈতিক রিপোর্টার
×