ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

না’গঞ্জে ব্যবসায়ী স্বপন সাহাকে হত্যার পর লাশ ৭ টুকরো করে শীতলক্ষ্যায় ফেলে দেয়া হয়

প্রকাশিত: ০৮:২৮, ২০ জুলাই ২০১৮

 না’গঞ্জে ব্যবসায়ী স্বপন সাহাকে হত্যার পর  লাশ ৭ টুকরো করে শীতলক্ষ্যায় ফেলে দেয়া হয়

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ নিতাইগঞ্জের কাপড়ের ব্যবসায়ী স্বপন কুমার সাহাকে বাসা থেকে ডেকে এনে জুসের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে হত্যার পর লাশ বঁটি দিয়ে কুপিয়ে সাত টুকরা করে। পরে বাজারের ব্যাগে ভরে শীতলক্ষ্যা নদীতে ফেলে দেয় বলে স্বীকার করেছে প্রবীর হত্যা মামলার প্রধান আসামি পিন্টু দেবনাথের বান্ধবী রত্নাচক্রবর্তী। বৃহস্পতিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আশেক ইমামের আদালতে ১৬৪ ধারায় হত্যার দায় ও হত্যাকান্ডের বর্ণনা দিয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করে। মামলার আরেক আসামি হত্যাকান্ডের কুপ্ররোচনাকারী পিন্টু দেবনাথের কথিত বড় ভাই আব্দুল্লাহ আল মামুন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদুল মহসিনের আদালতে টেলিফোনে পিন্টু দেবনাথকে স্বপন কুমার ও প্রবীর ঘোষের সাঙ্গে মোবাইলে লাউড স্পীকার দিয়ে ব্যবসা প্রতিষ্ঠা দখল ও নারী দিয়ে ফাঁসিয়ে দেয়ার কথোকপন শোনায় বলে আদালতে স্বীকার করে। বিনিময়ে সে পিন্টু দেবনাথের কাছ থেকে কয়েক দফা টাকা নিয়েছে বলে স্বীকার করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন সদ্য পদোন্নতিপ্রাপ্ত জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোস্তাফিজুর রহমান।
×