ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ঢাকার কল্যাণপুর থেকে জাল নোটসহ গ্রেফতার ৪

প্রকাশিত: ২৩:১৩, ২০ জুলাই ২০১৮

ঢাকার কল্যাণপুর থেকে জাল নোটসহ গ্রেফতার ৪

অনলাইন রিপোর্টার ॥ রাজধানীর কল্যাণপুর এলাকা থেকে প্রায় ৩২ লাখ টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় চার ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে কল্যাণপুর বাসস্ট্যান্ডের একটি দোকান থেকে এই জাল নোট জব্দ করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। গ্রেফতার হওয়া চার ব্যক্তি হলেন জসিম মোড়ল (৩০), আবদুল জলিল (২৮), সাগর ওরফে রিপন দাশ (৩০) ও জালাল উদ্দিন (২৮)। ডিএমপি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত সাড়ে ১০টার দিকে কল্যাণপুর বাসস্ট্যান্ডে অভিযান চালায় ডিবির (পশ্চিম) অবৈধ মাদকদ্রব্য উদ্ধার ও প্রতিরোধ টিম। অভিযানকালে বাসস্ট্যান্ডের মোক্তার হোসেনের চায়ের দোকানের সামনে থেকে জাল টাকাসহ চার ব্যক্তিকে গ্রেফতার করা হয়। পুলিশ বলছে, গ্রেফতার হওয়া ব্যক্তিদের প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাঁরা প্রায় ছয় বছর ধরে বাংলাদেশসহ বিভিন্ন দেশের জাল মুদ্রা তৈরি করে বাজারে ছেড়ে আসছিলেন। গ্রেফতার চার ব্যক্তির বিরুদ্ধে মিরপুর মডেল থানায় মামলা হয়েছে।
×