ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

শহীদদের স্মরনে দেয়া বিদ্যালয়ের গাছ উপড়ে ফেলেছে দুবৃত্তরা

প্রকাশিত: ২৩:১৩, ২০ জুলাই ২০১৮

শহীদদের স্মরনে দেয়া বিদ্যালয়ের গাছ উপড়ে ফেলেছে দুবৃত্তরা

নিজস্ব সংবাদদাতা, আমতলী, বরগুনা ॥ শহীদদের স্মরনে দেয়া বিদ্যালয়ের গাছ উপড়ে ফেলেছে একদল দুবৃত্তরা। ঘটনা ঘটেছে তালতলী উপজেলার ১৪ নং আলীরবন্দর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বৃহস্পতিবার। এ ঘটনা এলাকার মানুষের মাঝে ক্ষোভ বিরাজ করছে। স্থানীয়রা দুবুত্তদের দ্রুত বিচার দাবি করছেন। এ ঘটনায় বৃহস্পতিবার দিবাগত রাতে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হাফিজুর হক শিকদার তালতলী থানায় সাধারণ ডায়েরী করেছেন। জানাগেছে, বুধবার সারাদেশ ব্যাপী শহীদ স্মরনে বিদ্যালয়ে গাছ রিতরন করেন সরকার। ১৪ নং আলীরবন্দর সরকারী প্রাথমিক বিভিন্ন প্রজাতির শতাধিক ফলদ ও বনজ গাছ উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফারজানা আক্তার বিতরন করেছেন। বৃহস্পতিবার দুপুরে ওই গাছ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থী ও অভিভাবকরা রোপন করে। চারা রোপনের দু’ঘন্টার মধ্যে ওই দুবৃত্তরাসহ ১৫/২০ জন দুবৃত্ত মিলে সকল চারা গাছ উপড়ে ফেলে। শিক্ষকরা এতে বাঁধা দিলে দুবৃত্তরা শিক্ষকদের লাঞ্চিত করার চেষ্টা করে। এ সময় বিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থীসহ তিন শতাধিক লোকজন উপস্থিত থেকে ঘটনা প্রত্যক্ষ করে। পরে তালতলী থানাকে অবহিত করলে দুবৃত্তরা গাছ নিয়ে পালিয়ে যায়। ওইদিন বিকেলে তালতলী উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ ফারজানা আক্তার খবর পেয়ে বিদ্যালয় পরিদর্শন করেছেন। তালতলী থানার ওসি (তদন্ত) মোঃ শহীদুল ইসলাম বলেন, বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হাফিজুর হক সিকদার সাধারণ ডায়েরী করেছে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। তালতলী উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ ফারজানা আকতার বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ বিষয়ে মাধ্যমিক শিক্ষা অফিসারকে তদন্ত করে প্রতিবেদন দেয়ার জন্য নির্দেশ দিয়েছি। প্রতিবেদন পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
×