ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

পিএসজি ছাড়ছি না ॥ নেইমার

প্রকাশিত: ২৩:১৬, ২০ জুলাই ২০১৮

পিএসজি ছাড়ছি না ॥ নেইমার

অনলাইন ডেস্ক ॥ ব্রাজিল সুপারস্টার নেইমারকে নিয়ে এমনিতেই জল্পনার শেষ নেই। গত মাস ছয় ধরে যে গুঞ্জনটি সবচেয়ে বেশি ডালপালা মেলছে, সেটি হলো তার রিয়াল মাদ্রিদে যাওয়া নিয়ে। রাশিয়া বিশ্বকাপের মাঝেই পরপর দুবার বিবৃতি দিয়ে এমন গুঞ্জন নাকচ করেছে রিয়াল মাদ্রিদ। এবার নেইমার নিজেও বললেন, তিনি প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি) ছাড়তে চান না। গত বছরের আগস্টে ২২২ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফির বিশ্বরেকর্ড গড়ে বার্সেলোনা থেকে ফ্রান্সে আসেন নেইমার। এরপর কোচ এবং সতীর্থদের সঙ্গে তার কিছু দ্বন্দ্ব তৈরি হয়। তখন থেকেই তার রিয়ালে যাওয়া নিয়ে জল্পনা। এদিকে একদিন আগে ফ্রান্সের একটি দৈনিক জানায়, এমবাপ্পেকে দলে রাখার জন্য নেইমারকে নাকি রিয়ালের কাছে বিক্রি করতে আপত্তি নেই পিএসজির! এই খবরে স্বভাবতই আবার তোলপাড় শুরু হয়। তবে নেইমার আবারও জানিয়েছেন, পিএসজিতেই থাকতে চান তিনি। ব্রাজিল সুপারস্টার বলেছেন, 'আমি থাকছি। পিএসজির সঙ্গে আমার চুক্তি আছে এবং আমি এ ক্লাব বেছে নিয়েছে চ্যালেঞ্জের জন্য। আমার ধারণা পাল্টাব না। সংবাদমাধ্যম গুজন সৃষ্টি করে মজা পায় কিন্তু সবাই জানে আমি পিএসজির জন্য কতটা ভাবি। আশা করি আমরা সফল এক মৌসুম কাটাব, নিঃসন্দেহে আরও অনেক শিরোপা জিতব।' ফরাসি ক্লাবটিতে নেইমার সঙ্গী হিসেবে পেয়েছেন বিশ্বকাপ মাতানো ১৯ বছর বয়সী তারকা কিলিয়ান এমবাপেকে। এই তরুণ তুর্কীকে নিয়ে উচ্ছসিত নেইমি বলেন, 'সে অবিশ্বাস্য এক খেলোয়াড়। ওর সঙ্গে আমি প্রতিদিন খেলি এবং জানি ও কত প্রতিভাবান। সে বিশ্বকাপ জেতায় আমি ওর জন্য খুবই আনন্দিত। আমি বিশ্বাস করি আগামী কয়েক বছরে সে বিশ্বের সেরা ফুটবলারদের একজন হবে।'
×