ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বাঁশখালীতে হত্যা মামলার আসামি গ্রেফতার

প্রকাশিত: ০০:০৯, ২০ জুলাই ২০১৮

বাঁশখালীতে হত্যা মামলার আসামি গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, বাঁশখালী ॥ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের পূর্ব বড়ঘোনা গ্রামে জায়গা বিরোধের জের ধরে খুনের ঘটনায় পলাতক ১ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। থানা পুলিশের এসআই আবু হানিফের নেতৃত্বে একদল পুলিশ উপজেলা সদরে অভিযান চালিয়ে একই এলাকার রফিক আহমদের পুত্র মোঃ রিদুয়ান (৩২)কে আটক করে। তাছাড়া চাঞ্চল্যকর এই হত্যাকান্ডের পুলিশী হস্তক্ষেপে জট খুলতে শুরু করেছে। এ ব্যাপারে আজ শুক্রবার বিকেলে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ আবু হানিফ বলেন, আটককৃতকে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন চাওয়া হবে। তাছাড়া এই হত্যাকান্ডের সাথে জড়িত সকলকে আইনের আওতায় নিয়ে আসতে অভিযান অব্যাহত রয়েছে বলেও তিনি জানান। স্থানীয় ও মামলা সূত্রে জানা যায়, গত ১৭ জুন রবিবার বিশ্বকাপের ব্রাজিল বনাম সুইজারল্যান্ডের মধ্যকার ম্যাচ দেখার জন্য নিহত জেবুল হোসেন প্রঃ বদি আলম (২২) ও তার বড় ভাই মামলার বাদী মোঃ দেলোয়ার হোসেন স্থানীয় একটি বিদ্যালয়ের মাঠে বড় পর্দায় খেলা দেখতে যায়। খেলা দেখে বড় ভাই দেলোয়ার বাড়ীতে ফিরে আসলেও নিহত ছোট ভাই ফিরে না আসায় পরের দিন ভোরে বিভিন্ন জায়গায় খোঁজ নিতে থাকে। এক পর্যায়ে আটককৃত এজাহারনামীয় মামলার প্রধান আসামি মোঃ হোসেনের বাড়ীর পশ্চিম পার্শ্বে জনৈক নুরু মিয়ার ধানি জমি হতে তার মৃত দেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিক ভাবে বৈদ্যুতিক তারে জড়িয়ে মৃত্যু ঘটেছে বলে ধারণা করায় পুলিশ অবহেলা জনিত ধারায় ৩০৪-ক, প্যানেল কোডের অপরাধে নিয়মিত মামলা রুজু করে। পরবর্তীতে লাশের ময়না তদন্তের রিপোর্ট আসায় মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ আবু হানিফ বাঁশখালী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে ধারা সংশোধনীর আবেদন করেন।
×