ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ভাঙ্গনের কবল থেকে কুয়াকাটা সৈকত রক্ষায় ব্যবসায়ীদের ফের মানবন্ধন

প্রকাশিত: ০০:৩৩, ২০ জুলাই ২০১৮

ভাঙ্গনের কবল থেকে কুয়াকাটা সৈকত রক্ষায় ব্যবসায়ীদের ফের মানবন্ধন

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া ॥ ভাঙ্গনের কবল থেকে কুয়াকাটা সৈকত রক্ষার দাবিতে স্থানীয় ব্যবসায়ীরা শুক্রবার সকাল ১০ টায় ফের ঘন্টাব্যাপী মানববন্ধন করেছেন। বিভিন্ন শ্রেণি পেশার মানুষসহ ব্যবসায়ীরা এ মানবন্ধনে অংশ নেয়। তারা এসময় বিভিন্ন ধরনের ফেস্টুন, প্লাকার্ড প্রদর্শন করেন। এসব মানুষ সাগরের তীব্র ভাঙ্গনের কবল থেকে কুয়াকাটা সৈকতকে রক্ষার আহ্বান জানান। তারা দ্রুত পদক্ষেপ নেয়ার জন্য প্রধানমন্ত্রীর আশু হস্তক্ষেপ কামনা করেছেন। উল্লেখ্য একই দাবিতে বিভিন্ন শ্রেণি পেশার শত শত মানুষ বুধবার সকাল ১০টায় কুয়াকাটা সৈকতে মানববন্ধন কর্মসূচি পালন করেন। মানববন্ধনে অবস্থান নেয়া ব্যবসায়ী লিটন হাওলাদার জানান, যে হারে সাগর কুয়াকাটা সৈকতের বেলাভূমি ধুয়ে নিয়ে যাচ্ছে তাতে আগামি দুই বছরের মধ্যে বেড়িবাঁধও ভেসে যাবে। কুয়াকাটা পড়বে এক মহা অনিশ্চয়তার মধ্যে। পর্যটন শিল্পে মারাত্মক নেতিবাচক প্রভাবের শঙ্কা দেখা দিয়েছে।
×