ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

হোটেলের পরিষেবায় খুশি হয়ে ১৮ হাজার পাউন্ড টিপস দিয়েছেন রোনাল্ডো

প্রকাশিত: ০০:৩৪, ২০ জুলাই ২০১৮

হোটেলের পরিষেবায় খুশি হয়ে ১৮ হাজার পাউন্ড টিপস দিয়েছেন  রোনাল্ডো

অনলাইন ডেস্ক ॥ আপনি পরিবার নিয়ে কোথাও ঘুরতে গেলেন। সেখানে হোটেলের পরিষেবায় খুশি হয়ে কিছু টিপস দিলেন। কিন্তু, সেই পরিমাণটা কত হতে পারে? দু’শো, পাঁচশো বা হাজার। বা তার থেকেও কিছু বেশি। কিন্তু, তা কি কখনও লাখ ছাড়াতে পারে? একটু ভুল হয়ে গেল। শুধু লাখ নয়, প্রায় ১৬ লাখ! হ্যাঁ, ঠিকই পড়েছেন। সম্প্রতি পরিবার নিয়ে ছুটি কাটাতে গিয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। আর হোটেলের পরিষেবায় খুশি হয়ে ১৭ হাজার ৮৫০ পাউন্ড টিপস দিয়েছেন তিনি। ভারতীয় মুদ্রায় যা প্রায় ১৬ লাখ টাকা। যে খবরে রীতিমতো চমকে গিয়েছে ফুটবল দুনিয়া থেকে শুরু করে আমজনতা। সম্প্রতি রিয়াল মাদ্রিদ থেকে পর্তুগিজ মহাতারকাকে বিশাল অর্থে কিনেছে জুভেন্তাস। বছরে ৩০ মিলিয়ন ইউরোয় (ভারতীয় মুদ্রায় প্রায় ২৪২ কোটি) সি আর সেভেনের সঙ্গে চার বছরের চুক্তি করেছে তারা। সব মিলিয়ে রোনাল্ডো রোজগার করবেন ৩৪০ মিলিয়ন ইউরো (ভারতীয় মুদ্রায় প্রায় ২৭৪১ কোটি)। এর মধ্যে রয়েছে ট্রান্সফার ফি। ইতালিতে ফুটবলারদের হয়ে আয়কর দেয় ক্লাবগুলোই। রোনাল্ডোর সমালোচকদের মতে, রোজগারের সঙ্গে খরচও বহু গুণ বেড়ে গিয়েছে তাঁর। আর তাই টিপস দেওয়ার জন্য এত বিপুল পরিমাণ খরচ করেছেন। উল্লেখ্য, বিশ্বকাপ থেকে পর্তুগালের বিদায়ের পরই জুভেন্তাসের সঙ্গে চুক্তি করেন রোনাল্ডো। ছুটি কাটাতে পরিবার এবং বান্ধবিকে নিয়ে উড়ে যান গ্রিসে। সেখানকার কোস্টা নাভারিনো হোটেলে বেশ কিছু দিন ছিলেন সিআর সেভেন। সেই হোটেলের পরিষেবায় খুশি হয়েই এই বিপুল পরিমাণ টিপস দিয়েছিলেন তিনি। সূত্র : আনন্দবাজার পত্রিকা
×