ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গাজীপুরে দু’দিন ব্যাপী সাংস্কৃতিক উৎসব শুরু

প্রকাশিত: ০২:৪৯, ২০ জুলাই ২০১৮

গাজীপুরে দু’দিন ব্যাপী সাংস্কৃতিক উৎসব শুরু

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুরে দু’দিন ব্যাপী সাংস্কৃতিক উৎসব শুক্রবার সন্ধ্যায় শুরু হয়েছে। জাতীয় পর্যায়ে ৬৪টি জেলায় একযোগে জেলা সাংস্কৃতিক উৎসব উপলক্ষ্যে গাজীপুরে এ কর্মসূচি আয়োজন করা হয়। কর্মসূচির প্রথমদিন শুক্রবার সন্ধ্যায় গাজীপুর জেলা প্রশাসক কার্যালয় এলাকার নাট মন্দিরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর। এতে সভাপতিত্ব করেন গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট দিদারে আলম মোহাম্মদ মোকসুদ চৌধুরী। সভায় বিভিন্ন ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠাণ পরিবেশিত হয়। গাজীপুরের এনডিসি কুদরত-এ-খুদা জানান, জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত দু’দিন ব্যাপী এ সাংস্কৃতিক উৎসবের সমাপনী দিন শনিবার আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠাণ ছাড়াও সনদ বিতরণ করা হবে। সমাপনী দিনে সংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সিমিন হোসেন রিমি এমপি প্রধান অতিথি হিসিবে উপস্থিত থাকার কথা রয়েছে।
×