ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রাজধানীতে মাদক সেবন ও বিক্রির অভিযোগে গ্রেফতার ৭৬

প্রকাশিত: ০২:৫৭, ২০ জুলাই ২০১৮

রাজধানীতে মাদক সেবন ও বিক্রির অভিযোগে গ্রেফতার ৭৬

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক সেবন ও বিক্রির অভিযোগে ৭৬ জনকে গ্রেফতার করেছে ডিএমপি। শুক্রবার সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, রাজধানীর ৪৯টি থানা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক সেবন ও বিক্রির অভিযোগে ৭৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত সংশ্লিষ্ট থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশ পৃর্থক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের সহকারী কমিশনার সুমন কান্তি চৌধুরী জানান, এ সময় তাদের কাছ থেকে ৩ হাজার ১২৮ পিস ইয়াবা ট্যাবলেট, ৮৮৫ গ্রাম ও ১ হাজার ২২ পুরিয়া হেরোইন, ৯ কেজি ৬২৫ গ্রাম গাঁজা, ৬০ লিটার দেশি মদ ও ১২৮ পিস নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়েছে। তিনি জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৯টি মামলা হয়েছে।
×