ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ভারতে অনাস্থা ভোটের মুখোমুখি মোদি সরকার

প্রকাশিত: ০৪:০৩, ২১ জুলাই ২০১৮

 ভারতে অনাস্থা ভোটের  মুখোমুখি মোদি  সরকার

পনের বছর পর আবারও ভারতের কোন সরকার অনাস্থা ভোটের মুখোমুখি। শুক্রবার স্থানীয় সময় বেলা ১১টায় লোকসভায় অনাস্থা ভোট নিয়ে বিতর্ক শুরু হয়। বিকেল ৬টায় ভোটগ্রহণ শুরু করার ঘোষণা দেন লোকসভার স্পীকার সুমিত্রা মহাজন। খবর ওয়েবসাইটের। পূর্বাভাস অনুযায়ী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকার ভোটে বড় জয় পেতে যাচ্ছে। যা বিজেপি নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্র্যাটিক এ্যালিয়ান্সের (এনডিএ) জন্য ২০১৯ সালের পরবর্তী জাতীয় নির্বাচনে ইতিবাচক প্রভাব বয়ে আনবে বলে ধারণা করা হচ্ছে। অনাস্থা ভোট নিয়ে শুক্রবার ভোরে এক টুইটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, লোকসভায় ‘ব্যত্যয়-মুক্ত এবং গঠনমূলক’ বিতর্কের আহ্বান জানিয়ে বলেন, ‘পুরো ভারত গভীর মনোযোগ দিয়ে আমাদের দেখছে।’ এদিন অধিবেশন শুরুর আগেই বিজেডি এমপিরা ওয়াক আউট করেন। ওয়াক আউটের পর বিজেডির এক এমপি বলেন, ‘অনাস্থা ভোটের ক্ষেত্রে আমাদের কোন পছন্দ নেই। তাই ওয়াক আউটের সিদ্ধান্তই সঠিক। আমরা বিজেপি সরকারকে সাহায্য করছি না।’ শুক্রবার শেষ মুহূর্তে মোদি সরকারের মিত্র শিবসেনার ১৮ এমপি ভোটদান থেকে বিরত থাকার ঘোষণা সবাইকে অবাক করেছে। ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানায়, বিজেপি প্রধান অমিত শাহ বৃহস্পতিবার শিবসেনা প্রধান উদ্ধাব ঠাকুরকে ফোন করে সমর্থন চেয়েছিলেন। শিবসেনা বর্তমান ক্ষমতাসীন বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের অংশ হলেও পরবর্তী জাতীয় নির্বাচনে স্বতন্ত্রভাবে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছে। বিজেডি ওয়াক আউট করায় এবং শিবসেনা ভোট দানে বিরত থাকার সিদ্ধান্ত নেয়ায় লোকসভার মোট ৫৪৫ আসন থেকে ভোটার সংখ্যা কমে এখন ৪৯৫ হয়েছে। সংখ্যাগরিষ্ঠতা পেতে তাই ২৪৯ ভোট পেলেই চলবে। যদিও এআইএডিএমকের সমর্থন নিয়ে মোদি সরকার ৩৩০ ভোট পাবে বলে আশা করছে। বিপক্ষে ১৫৪ ভোট পড়তে পারে। তেলেগু দেসাম পার্টি (টিডিপি) লোকসভায় এনডিএ সরকারের বিরুদ্ধে অনাস্থা ভোটের প্রস্তাব তুললে বুধবার স্পীকার সুমিত্রা মহাজন তা গ্রহণ করেন এবং শুক্রবার বিতর্ক ও ভোটাভুটির দিন ঠিক করেন। গত মার্চে এনডিএ জোট থেকে বেরিয়ে যায় টিডিপি। এর আগে সর্বশেষ ২০০৩ সালে অটল বিহারি বাজপাই সরকারকে পার্লামেন্টে অনাস্থা ভোটের মুখোমুখি হতে হয়েছিল। ভারতে এখন পর্যন্ত ২৬টি সরকারকে অনাস্থা ভোটের মুখোমুখি হতে হয়েছে। যার মধ্যে ২৩ বারই সরকার ভোটাভুটিতে জয়লাভ করেছে। যে তিনজন প্রধানমন্ত্রী অনাস্থা ভোটে হেরেছেন তারা হলেন: অটল বিহারি বাজপাই (১৯৯৯), দেব গৌড় (১৯৯৭) এবং ভিপি সিং (১৯৯০)। ১৯৬৩ সালে ভারত-চীন যুদ্ধের পর প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে জওহরলাল নেহরু অনাস্থা ভোটের মুখোমুখি হয়েছিলেন এবং বিপুল ভোটে জয়লাভ করেছিলেন।
×