ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পাকিস্তানে নির্বাচনে তৃতীয় লিঙ্গের চার প্রার্থী

প্রকাশিত: ০৪:০৫, ২১ জুলাই ২০১৮

  পাকিস্তানে নির্বাচনে  তৃতীয় লিঙ্গের  চার প্রার্থী

শুধুমাত্র তৃতীয় লিঙ্গের মানুষ হওয়ার কারণে নায়াব আলিকে তার স্বজনরাই শারীরিক ও যৌন নিপীড়ন করত। যে কারণে বাধ্য হয়ে ১৩ বছর বয়সে ঘর ছাড়েন। হন এসিড হামলার শিকার। তারপরও দমে যাননি। বরং বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রী গ্রহণের পর জাতীয় নির্বাচনে অংশ নিচ্ছেন। আগামী ২৫ জুলাই পাকিস্তানের জাতীয় নির্বাচন। নিজেদের অধিকার আদায়ের লক্ষ্যে কাজ করতে এ নির্বাচনে তৃতীয় লিঙ্গের চার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। খবর বিবিসি। নায়াব বলেন, ‘আমি বুঝতে পেরেছি, রাজনৈতিক শক্তি এবং পার্লামেন্টের অংশ না হয়ে আমরা আমাদের অধিকার অর্জন করতে পারব না।’ পাকিস্তানের রক্ষণশীল সমাজ ব্যবস্থায় তৃতীয় লিঙ্গের মানুষদের চরম বৈষম্যের শিকার হতে হয়। তাদের এমনকি শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং কর্মসংস্থানের সুযোগ পাওয়ার মতো মৌলিক মানবিক অধিকার থেকেও বঞ্চিত হতে হয়। যদিও ভারতীয় উপমহাদেশের দেশগুলোর মধ্যে তৃতীয়লিঙ্গের মানুষদের নানা অধিকার প্রদানের দিকে দিয়ে পাকিস্তান ‘প্রথম দিকে আছে’ বলে জানান উজমা ইয়াকুব। যিনি তৃতীয় লিঙ্গের মানুষদের অধিকার সুরক্ষায় কাজ করেন। তৃতীয় লিঙ্গকে আইনী বৈধতা দেয়া দেশগুলোর মধ্যেও পাকিস্তান প্রথম দিকে আছে।
×