ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

লাওসে ডেঙ্গু ॥ প্রথম ছয় মাসে ১২ জনের মৃত্যু

প্রকাশিত: ০৪:০৬, ২১ জুলাই ২০১৮

  লাওসে ডেঙ্গু ॥ প্রথম ছয় মাসে ১২ জনের মৃত্যু

লাওসে এ বছরের প্রথম ছয় মাসে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। খবর সিনহুয়ার। শুক্রবার স্থানীয় দৈনিক ভিয়েনতিয়েন টাইমসের খবরে বলা হয়, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে যে ১২ জনের মৃত্যু হয়েছে তাদের অধিকাংশই লাওসের মধ্যাঞ্চলীয় সাভানাখাত প্রদেশের বাসিন্দা। লাওসের এক স্বাস্থ্য কর্মকর্তার বরাত দিয়ে খবরে বলা হয়, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা যাওয়ার এ সংখ্যা ২০১৭ সালের একই সময়ের তুলনায় দ্বিগুণেরও বেশি। ২০১৭ সালে লাওসে প্রায় ৫ হাজার ৫৮৪ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়। এদের মধ্যে ১৪ জন মারা যায়। স্বাস্থ্য কর্তৃপক্ষ এ ভাইরাসের বিস্তার রোধে কর্মস্থলে মশার সম্ভাব্য প্রজনন স্থল পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে আহ্বান জানিয়েছে।
×