ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পেরুর সুপ্রীমকোর্টের প্রধান বিচারপতির পদত্যাগ

প্রকাশিত: ০৪:০৬, ২১ জুলাই ২০১৮

  পেরুর সুপ্রীমকোর্টের প্রধান বিচারপতির পদত্যাগ

পেরুর সুপ্রীমকোর্টের প্রধান বিচারপতি বৃহস্পতিবার পদত্যাগ করেছেন। ধারাবাহিক অডিও রেকর্ডিংগুলো প্রকাশের পর কেলেঙ্কারি বাড়ায় তিনি এ পদক্ষেপ নেন। রেকর্ডিংগুলোতে বিচারপতিদের শাস্তি বিক্রি ও অনাবশ্যক প্রভাব বিস্তারের বিষয়ে কেলেঙ্কারি ছড়িয়ে পড়ে। খবর এএফপির। সুপ্রীমকোর্টের টুইটার এ্যাকাউন্টে প্রকাশিত এক সংক্ষিপ্ত চিঠিতে প্রধান বিচারপতি দুবেরলি রড্রিগুয়েজ জানান, বিচার বিভাগ যে প্রাতিষ্ঠানিক সঙ্কটের মধ্যে দিয়ে যাচ্ছে তাতে আমি বর্তমানে অবিশ্বস্ত থেকে পদত্যাগ করছি। অডিও কেলেঙ্কারি প্রকাশের পর থেকে গত কয়েকদিন ধরে দুবেরলির পদত্যাগের দাবিতে সুপ্রীমকোর্টের অন্যান্য বিচারপতিদের কাছ থেকে চাপের মুখে ছিলেন। বিচার বিভাগীয় কেলেঙ্কারিতে যুক্ত থাকার অভিযোগ না থাকার পরও তাকে পদত্যাগ করতে হলো। বিচার ব্যবস্থার পুনর্গঠনের মাধ্যমে উদ্ভূত পরিস্থিতি মোকাবেলা করা যেত। প্রধান বিচারপতির স্বাক্ষরিত ও এল পেরুয়ানো পত্রিকায় প্রকাশিত চিঠির মাধ্যমে বুধবার পেরুর বিচারিক শাখা ৯০ দিনের জরুরী অবস্থা ঘোষণা করেছে। এক বিবৃতিতে বিচারিক কর্তৃপক্ষের রেজ্যুলিউশনে বলা হয়েছে, বিচার বিভাগীয় সমস্যার উন্নয়নে এটি অপরিহার্য যে জরুরী ভিত্তিতে ও তাৎক্ষণিক পদক্ষেপের আওতায় আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের মাধ্যমে স্বাভাবিক কার্যক্রম, দক্ষ ও স্বচ্ছ উন্নয়নে পুনর্বিবেচনা করে বিচারিক কাজ অব্যাহত রাখতে হবে। দ্য ন্যাশনাল কাউন্সিল অব দ্য ম্যাজিস্ট্রেসির (সিএনএম) প্রেসিডেন্ট অরলান্ডো ভিলাসকুয়েজও বৃহস্পতিবার পদত্যাগ করেছেন। মাত্র তিনদিন আগেই তাকে নিয়োগ দেয়া হয়। অরলান্ডো জানান, তিনি তার পদকে সম্মানিত করতে পদত্যাগ করেছেন। সিএনএম হচ্ছে এমন একটি সংস্থা যারা বিচারপতি ও প্রসিকিউটরদের মনোনীত করে। পেরুর প্রেসিডেন্ট মার্টিন ভিজকারার সরকারকে বিব্রতকর পরিস্থিতির মুখে ফেলায় বিচারমন্ত্রী সালভাদর হেরেসিকে বরখাস্ত করার এক সপ্তাহেরও কম সময় পর প্রধান বিচারপতির পদত্যাগের ঘটনাটি ঘটল। টুইটারে প্রেসিডেন্ট বলেন, বিচার ব্যবস্থার সংস্কারের স্বার্থে আমি বিচারমন্ত্রী হেরেসিকে পদত্যাগ করতে বলেছি। এই পরিস্থিতিতে পেরুর জন্য দৃঢ় পদক্ষেপ প্রয়োজন। বিচার বিভাগীয় সংস্কার প্রস্তাব পেশ করার জন্য প্রেসিডেন্ট সাবেক চ্যান্সেলর এ্যালান ওয়াগনারের নেতৃত্বে ছয় সদস্যের একটি জুরি কমিটি গঠন করেছেন। উদ্ভূত পরিস্থিতিতে সিএনএম ম্যাজিস্ট্রেটদের পদত্যাগের সম্ভাবনা নিয়ে আলোচনার জন্য শুক্রবার পার্লামেন্টে একটি বিশেষ অধিবেশন আহ্বান করেছেন প্রেসিডেন্ট। দশদিন আগে অনুসন্ধানী সাংবাদিকতা ওয়েবসাইট আইডিএল-রিপোটার্স ও চ্যানেল ফাইভের প্যানোরামা অনুষ্ঠানে প্রচার হওয়া উদ্দীপক অডিও রেকডিং নিয়ে পাবলিক প্রসিকিউটর দফতর বিচার বিভাগের সন্দেহভাজন প্রভাব বিস্তারকারীদের বিরুদ্ধে তদন্ত শুরু করে। কেলেঙ্কারিতে জড়িত অনেক বিচারক ও বিচারিক কর্মকর্তাকে সাসপেন্ড করা হয়েছে।
×