ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পরবর্তী সরকারকে মোকাবেলা করতে হবে যেসব চ্যালেঞ্জ

প্রকাশিত: ০৪:০৭, ২১ জুলাই ২০১৮

 পরবর্তী সরকারকে মোকাবেলা করতে হবে যেসব চ্যালেঞ্জ

পাকিস্তানে ২৫ জুলাইয়ের নির্বাচনে যারাই সরকার গঠন করুক তাদের বহু চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। এর মধ্যে জনসংখ্যা বৃদ্ধি থেকে শুরু করে চরমপন্থা পর্যন্ত সবই রয়েছে। বেশিরভাগ সমস্যার কারণ বেসামরিক ও সেনা নেতৃত্বের মধ্যে কয়েক দশকের দ্বন্দ্ব। কে ক্ষমতায় আসছে, সেটি বড় বিষয় নয়, বড় কথা হলো নতুন সরকারকে কঠিন ও তাৎক্ষণিক সিদ্ধান্ত নিতে হবে। এএফপি। জঙ্গী তৎপরতা ॥ সেনাবাহিনীর দমনভিযানের পর সম্প্রতি বছরগুলোতে দেশটিতে জোরাল নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। তবে বিশ্লেষকরা সতর্ক করে দিয়েছেন, পাকিস্তান চরমপন্থার মূল কারণ অনুসন্ধান করতে ব্যর্থ হচ্ছে এবং এ কারণে জঙ্গী গ্রুপগুলো এখনও দেশটির বিভিন্ন স্থলে হামলা চালাতে পারছে। সম্প্রতি একটি রাজনৈতিক প্রচার অনুষ্ঠানে বোমা হামলা করা হলে অন্তত ১শ’ ৭৫ জন নিহত হয় এবং গত ১৩ জুলাই বেলুচিস্তানে দ্বিতীয় বৃহত্তম হামলা চালায় জঙ্গীরা। এতে অন্তত ১শ’ ৪৯ জন নিহত ও বহু লোক আহত হয়। বিশ্লেষকরা মনে করেন, কয়েক বছরের বিরতির পর জঙ্গীরা নতুন করে দল গোছাতে ও নিজেদের শক্তি সঞ্চয় করার চেষ্টা শুরু করেছে। অর্থনীতি ॥ আইএমএফ থেকে পরবর্তী ৫ বছরের জন্য দ্বিতীয়বারের মতো বেলআউট চাইতে হতে পারে দেশটিকে। কেন্দ্রীয় ব্যাংকে বৈদেশিক মুদ্রার সঞ্চয় ফুরিয়ে আসছে এবং রুপীর ওপর নির্ভরশীল হয়ে পড়ছে। বাণিজ্য ঘাটতি পূরণের জন্য চলতি সপ্তাহে ৫ শতাংশ ভর্তুকি দেয়া হয়। বেজিংয়ের সঙ্গে বহু বিলিয়ন ডলারের বিনিয়োগ চুক্তির পর পাকিস্তান চীনের তৈরি উপকরণ ক্রয় বাড়িয়ে দিয়েছে। তবে শঙ্কার জায়গা হলো, এ জন্য চীনকে অর্থ পরিশোধ নিয়ে কিভাবে এই অর্থগুলো পরিশোধ করতে পারবে পাকিস্তান। জনসংখ্যা বৃদ্ধি ॥ ১৯৬০ সালের পর থেকে দেশটিতে অন্তত ৫ গুণ জনসখ্যা বৃদ্ধি পেয়েছে। বর্তমানে মুসলিম এ দেশটিতে ২শ’ ৭ মিলিয়ন লোক বাস করে। পাকিস্তানে জন্ম নিরোধ নিয়ে জনসম্মুখে আলোচনা করা নিষিদ্ধ। বিশ্লেষকরা জানান, জন্মহার বৃদ্ধি না কমলে, জনসংখ্যার চাহিদা পূরণে দেশের প্রাকৃতিক সম্পদ, বিশেষ করে খাবার পানির সঙ্কট দেখা দিতে পারে। পানি সঙ্কট ॥ আগামী ২৫ সালের মধ্যে দেশটি বড় ধরনের পানি সঙ্কটের মুখে পড়তে যাচ্ছে। সে সময় জনপ্রতি ৫শ’ কিউবিক মিটারেরও কম পানি পেতে পারেন একজন নাগরিক। দক্ষিণ আফ্রিকা বা কানাডার এক হাজারেরও বেশি পানি সঞ্চয় বেসিনের তুলনায় পাকিস্তানে মাত্র প্রধান তিনটি বেসিনে পানি সংরক্ষণ করা হয়। যদিও দেশটির ভেতর দিয়ে হিমালয় থেকে নেমে চলা নদী ও বন্যার পানি প্রবাহিত হয়। বেসামরিক-সামরিক সম্পর্ক ॥ ৭১ বছরের ইতিহাসে প্রায় অর্ধেক সময়ই পাকিস্তান সেনা শাসনে অতিবাহিত করেছে এবং বেসামরিক ও সামরিক নেতৃত্বের ভারসম্যহীন সম্পর্ক দেশটির গণতন্ত্র ও উন্নয়নের অন্তরায় হয়ে দেখা দিয়েছে। ২০১৩ সালে দেশটির প্রথম গণতান্ত্রিক অগ্রযাত্রা আশার সঞ্চার জুগিয়েছিল। তবে জেনারেল ও প্রধানমন্ত্রী নওয়াজ সরকারের তিক্ত ঘটনার পর বিশেষজ্ঞরা অভ্যুত্থানের শঙ্কা করেন। আর এর কিছু দিন পর ২০১৭ সালে নওয়াজ শরীফ ক্ষমতাচ্যুত ও চলতি মাসের শুরুর দিকে দুর্নীতির অভিযোগে গ্রেফতার হন। সম্প্রতি বছরগুলোতে তিনি ও তার দল সেনাবাহিনীর লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। গণমাধ্যম, বিশ্লেষক ও অন্য রাজনীতিবিদেরাও একে নওয়াজ শরীফের বিরুদ্ধে ‘নীরব অভ্যুত্থান’ বলে মনে করছে।
×