ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বিক্ষোভকালে শৃঙ্খলা ভঙ্গ

ভিয়েতনামে মার্কিন নাগরিকের বিচার শুরু

প্রকাশিত: ০৪:০৮, ২১ জুলাই ২০১৮

 ভিয়েতনামে মার্কিন  নাগরিকের বিচার শুরু

ভিয়েতনামে গত মাসে দেশব্যাপী বিক্ষোভের সময় বিশৃঙ্খলার অভিযোগে গ্রেফতার ভিয়েতনামী বংশোদ্ভূত এক মার্কিন নাগরিককে বিচারের জন্য শুক্রবার হো চি মিন সিটির এক আদালতে তোলা হয়েছে বলে এক কর্তকর্তা জানান। ৩২ বছর বয়সী উইলিয়াম আনহ নওগুয়েন গণবিক্ষোভকালে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গ্রেফতার হন। অর্থনৈতিক উন্নয়ন এলাকা তৈরির পরিকল্পনার লক্ষ্যে সরকার চীনের বিনিয়োগকারীদের কাছে ৯৯ বছর পর্যন্ত জমি ইজারা দেয়ার সিদ্ধান্তের প্রতিবাদে গত মাসে বিক্ষোভে ফেঁটে পড়ে পুরো দেশ। খবর ইয়াহু নিউজের। ভিয়েতনামের সংবিধান স্বাধীনভাবে সমাবেশ করার অনুমতি দিলেও বিক্ষোভ-সমাবেশগুলো প্রায়ই পুলিশ ভেঙ্গে দেয়। ভিয়েতনামের অপরাধ আদালতের তথ্য মতে, বিশৃঙ্খলার অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্তের ৭ বছর পর্যন্ত কারাদন্ড হতে পারে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও হানয়ে ভিয়েতনামী কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে উইলিয়ামের বিচারের কাজ দ্রুত শেষ করার তাগিদ দেয়ার মাত্র দুই সপ্তাহের মধ্যে এই বিচার কার্য শুরু হয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, সমাবেশে জড়ো হয়ে উইলিয়াম সঙ্কট তৈরি করেছিল।
×