ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ভারতে পদাতিক নাট্য সংসদের ৪ নাটকের প্রদর্শনী

প্রকাশিত: ০৪:১৭, ২১ জুলাই ২০১৮

 ভারতে পদাতিক নাট্য সংসদের ৪ নাটকের প্রদর্শনী

স্টাফ রিপোর্টার ॥ ভারতের দুটি স্থানে পদাতিক নাট্যমেলায় অংশ নিতে শুক্রবার রাতে চাকদাহ নৈহাটিতে যাত্রা শুরু পদাতিক নাট্য সংসদের সদস্যরা। নাট্যমেলায় পদাতিক নাট্য সংসদের ৪টি নাটক মঞ্চস্থ হবে। জানা গেছে পদাতিক নাট্য সংসদ আজ এবং আগামীকাল ২২ জুলাই ভারতের চাকদাহ নাট্যজন ও হালিশহর চতুর্থ সূত্রের আয়োজনে নৈহাটি ঐকতান মঞ্চে ৪টি নাটকের ৪টি প্রদর্শনী করবে। এ উদ্দেশ্যে পদাতিকের প্রায় ৩০ জন সদস্যের এক প্রতিনিধি দল এই উৎসবে যোগ দিতে ইতোমধ্যে রওনা হয়ে গেছে। দল সূত্রে জানা গেছে গতকাল শুক্রবার রাত ঢাকা ছেড়েছে তারা। উৎসবটির শিরোনাম ‘পদাতিক নাট্যমেলা’। আগামী ২১ জুলাই পর পর দুটি নাটক মঞ্চস্থ হবে। বিকেল ৫টায় রুবাইয়াত আহমেদের রচনায় ও সুদীপ চক্রবর্তীর নির্দেশনায় একক নাটক ‘গহনযাত্রা’ এবং সন্ধ্যা ৭টায় লামিসা শিরীন হোসাইনের লোন সারভাইভার গল্প অবলম্বনে তানভীর আহমেদ সিডনির রচনা ও ওয়াহিদুল ইসলামের নির্দেশনায় ‘কাল রাত্রি’ নাটক মঞ্চস্থ হবে। উৎসবের দ্বিতীয় দিন ২২ জুলাই বিকেল ৫টায় নাসরিন মুস্তাফার রচনা ও মীর মেহবুব আলম নাহিদের নির্দেশনায় নাটক ‘জনমাঙ্ক’ এবং সন্ধ্যা ৭টায় সায়িক সিদ্দিকীর রচনা ও নির্দেশনায় পালা নাটক ‘গুনজান বিবির পালা’ নাটকের মঞ্চায়ন হতে যাচ্ছে। দেশের বাইরে এই প্রথম পদাতিক এই ধরনের উৎসবে অংশগ্রহণ করছে। এটা পদাতিক নাট্য সংসদের জন্য অনেক আনন্দ ও গর্বের।
×