ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান ‘দুই ১০ দুই ২২’

প্রকাশিত: ০৪:১৮, ২১ জুলাই ২০১৮

  বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান ‘দুই ১০ দুই ২২’

সংস্কৃতি ডেস্ক ॥ দেশের প্রথম বেসরকারী স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা ১৫ জুলাই ২২ বছরে পদার্পণ করেছে। এ উপলক্ষে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। ‘দুই ১০ দুই ২২’ শিরোনামে বিশেষ সেই সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন জনপ্রিয় কণ্ঠশিল্পী রফিকুল আলম, কনকচাঁপা, শুভ্র দেব, বাপ্পা মজুমদার, আঁখি আলমগীর, ইভা রহমান ও কণা। এছাড়াও সঙ্গীত পরিবেশন করেন ড. মাহফুজুর রহমান। লিখন রায়ের কোরিওগ্রাফিতে নৃত্য পরিবেশন করেন চিত্রনায়িকা অপু বিশ্বাস, মডেল অভিনেত্রী তানজিন তিশা এবং নৃত্য জুটি লিখন-নাদিয়া। অনুষ্ঠানটি ওইদিন বিএফডিসির এটিএন বাংলা স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করা হয়। বর্ষপূর্তির বিশেষ সেই সাংস্কৃতিক অনুষ্ঠান ‘দুই ১০ দুই ২২’ পুনরায় আজ শনিবার বেলা ২-৩০ মিনিটে প্রচার হবে। ‘দুই ১০ দুই ২২’ অনুষ্ঠানটি পরিচালনা করেছেন মুকাদ্দেম বাবু, রাসেল মাহমুদ ও সেলিম দৌলা খান।
×