ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

স্মার্টফোনে ভাল ছবি তোলার টিপস

প্রকাশিত: ০৪:২২, ২১ জুলাই ২০১৮

 স্মার্টফোনে ভাল ছবি তোলার টিপস

আইটি ডটকম ডেস্ক ॥ ফেসবুক, টুইটার, ইনিস্ট্রাগ্রাম যেখানেই যান না কেন প্রথম কথাই হচ্ছে ছবি। নিজের ছবি, প্রকৃতির ছবি অথবা পশু পাখির ছবি। ছবি তোলা চাই চাই। তাছাড়া এখন সময় চলছে স্মার্টফোনের ক্যামেরা নিয়ে প্রতিযোগিতা। আর স্মার্টফোনে ছবি কমবেশি সবাই তোলেন। কিন্তু মনমতো ছবি অনেক সময়েই ওঠে না। হতাশ হবেন না। বরং মেনে চলুন কিছু নিয়ম। কারণ ছবি তোলার সব কৃতিত্ব কিন্তু শুধু ভাল ক্যামেরার না। কিছু কারসাজি বা নিয়ম আপনাকেও মেনে চলতে হবে। তবেই পাবেন আপনার মনের মতো ছবি। আসুন তাহলে জেনে নেই স্মার্টফোনে ছবি তোলার টিপস- ছবি তোলার সময় কয়েকটি সাধারণ টিপস মাথায় রাখুন। তাহলেই দেখবেন, স্মার্টফোনে তোলা আপনার ছবিও প্রশংসিত হচ্ছে। ছবি তোলার সময় আলোর বিষয়টি অবশ্যই মাথায় রাখুন। যেদিক থেকে আলো আসছে, ছবি তোলার সময়ে সব সময়ে সেই দিকটি নিজের পেছনে রাখুন। এই ধরনের ছবি ডিলিট না করে ব্ল্যাক এ্যান্ড হোয়াইট এফেক্ট দিয়ে দেখুন। খেয়াল রাখুন ফ্রেমে। ছবি তোলার সময়ে সঠিক এ্যাঙ্গেল বেছে নিন। স্মার্টফোনে ছবি তোলার সময়ে খুব বেশি জুম করবেন না। এতে ছবির কোয়ালিটি খারাপ হবে। ছবি তোলার সময়ে অযথা তাড়াাহুড়ো করবেন না। যে ফ্রেম করছেন, তার থেকে কিছু কেটে যাচ্ছে কি-না, সে বিষয় খেয়াল রাখুন। হলদে আলো যেখানে থাকবে, সেখানে ছবি তোলার সময়ে স্মার্টফোনের অটো হোয়াইট ব্যালেন্স ফিচারটি ব্যবহার করুন। ফ্ল্যাশ ব্যবহার করার সময়ে মাথায় রাখুন, সেটি যেন উল্টোদিকে কোনভাবে রিফ্লেক্ট না করে।
×